বাংলা সিরিয়াল

‘ঝোরাদের বাড়িটা আসলে মহার্ঘ্যর বাবার বাড়ি! কোন উদ্দেশ্য নিয়ে মহার্ঘ্য পড়ে থাকে সেন বাড়িতে?মহার্ঘ্য‌ই তাহলে মেন কালপ্রিট?’বালিঝড় নিয়ে কী বলছেন দর্শক?

খড়কুটো ধারাবাহিক খ্যাত জুটি যখন পুনরায় বালি ঝড়ে আবার দেখা গেল তখন দর্শকরা আশায় বুক বাঁধা শুরু করলেন,তারা ভাবতে শুরু করলেন এই ধারাবাহিকের মধ্য দিয়ে আবার নতুন করে গুনগুন আর সৌজন্যকে ফিরে পাবে তারা ফিরে পাবে তাদের সৌগুণ জুটিকে। ধারাবাহিক যেভাবে এগোচ্ছিল তাতে তাই মনে হচ্ছিল কারণ যেভাবে স্রোতের সাথে বিয়ে হওয়ার জন্য বেরিয়ে গেলেও ঝোরাকে আবার ধরে নিয়ে আসা হয় এবং জোর করে মহার্ঘ্যর সাথে দিয়ে দেওয়া হয়, তাতে দর্শক ভেবেই বসেছিলেন যে এই ধারাবাহিকের তারা আবার তাদের পুরনো সৌগুণ জুটিকে ফিরে পাবেন।

মহার্ঘ্যর গায়ে জ্বর এলে ঝোরার সেবা করা, মহার্ঘ্যর সাথে ঝোরার গ্রামের বাড়ি যাওয়া ও শ্বশুরের সাথে ঝোরার ভালো মত বন্ডিং দর্শকদের মনে সেই আশা দিনের দিন বাড়িয়েই চলেছিল। কিন্তু দর্শকরা ভুলেই গিয়েছিলেন যে এটি একটি রাজনৈতিক ধারাবাহিক, যেখানে যে কোন মুহূর্তে দাবার গুটি পরিবর্তন হয়ে যেতে পারে।

সম্প্রতি মহার্ঘ্যর বাবার একটি বক্তব্যে দর্শকদের মনে হচ্ছে ভিলেন আর কেউ নয় মহার্ঘ্য‌ই হবে আর এই ধারাবাহিকের টুইস্ট এখনো অনেক বাকি আছে। আসলে মহার্ঘ্যর বাবা বলেছেন যে,ঝোরার বাড়িটি আসলে মহার্ঘ্যদের বাবার বাড়ি‌ই ছিলো আর
মহার্ঘ্যর বাবা বলছে যে সেটা সমুদ্র সেন কিনেছিলেন কিন্তু সত্যি কি এত‌ই সরল? নাহ এর পেছনে আরো বড় কোন চমক আছে! কোন উদ্দেশ্য সাধনের জন্য মহার্ঘ্য সমুদ্র সেনের বাড়িতে পড়ে আছেন ছোট থেকে???

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে ,“আজ থেকেই সব রকমের প্রত্যাশা ছেড়ে দেওয়াই ভালো সৌগুন জুটিকে নিয়ে
ঝোরার বাড়িটি আসলে মহার্ঘ্যর বাবার বাড়ি ছিল
মহার্ঘ্যর বাবা বলছে যে সেটা সমুদ্র সেন কিনেছিল কিন্তু সত্যি কি তাই?? না কি ঝোরাকে সত্যিটা বললো না
কি উদ্দেশ্যে মহার্ঘ্য ঝোরার বাড়িতেই আছে??? কীসের মতের অমিল মহার্ঘ্য আর তার বাবার মধ্যে????
মহার্ঘ্যর বাবা বলছে তারা সব ভাই বোনেরা ছাদে খেলা করতো ছোটবেলায়, তা হলে বাকি পরিবারের সদস্যরা কোথায়?? অসংখ্য রহস্যের উল্লেখ করা হয়েছে আজ
লীনা ম্যামের এখনকার সিরিয়াল গুলোতে যা চলছে তাতে মহার্ঘ্যর উপর ভরসা করতে ভয় হচ্ছে, যে কোন দিন গল্প ঘুরিয়ে দেবে লেখিকা
এমনিতেই তৃনা দি বলে ছিল যে এই গল্পে সৌগুন জুটি থাকবে না
অনেক রহস্য আছে এখনো গল্পে
দেখা যাক কি হয় আগামী দিনে
আসল পলিটিক্স জাতীয় গল্প এবার শুরু হচ্ছে
কার মনে কি আছে দেখা যাক ”

Related Articles