বাংলা সিরিয়াল

জি বাংলা ‘সোহাগ জল’ ধারাবাহিক ছেড়ে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘রামপ্রসাদ’-এ পাড়ি দিচ্ছেন ‘মিঠাই’য়ের এই জনপ্রিয় অভিনেত্রী

টাইম স্লট, এই জিনিসটা না পেলে অনেক ধারাবাহিক আঁটকে থাকে মুক্তি পাবার অপেক্ষায়। পুরোনো ধারাবাহিক যদি টিআরপি তালিকায় ভালো ফলাফল করতে পারে তবে তা দীর্ঘস্থায়ী হবে, আর তা যদি আশানুরূপ ফলাফল এনে না দিতে পারে, তবেই সেই ধারাবাহিক বন্ধ করে তার জায়গায় চলে আসবে নতুন ধারাবাহিক। একইরকম ঘটনা ঘটল স্টার জলসার ‘বালিঝড়’-এর সাথে। এবছরেই মুক্তি পেয়েছে এই ধারাবাহিক, তবে টিআরপি তালিকায় স্থান নীচে থাকার দরুন বন্ধ হয়ে যায় ‘বালিঝড়’।

আর অন্যদিকে ‘রামপ্রসাদ’, ফার্স্ট লুক প্রকাশিত হয়েছিল অনেক আগেই। তবে মুক্তি পাচ্ছিল না কারণ কোনো স্লট ফাঁকা নেই, আর তাইতো অপেক্ষায় ছিল নির্মাতারা যাতে পুরোনো কোনো ধারাবাহিক শেষ হয় কিংবা টিআরপির কারণে বন্ধ হয়ে যায়। ধারাবাহিকে নিয়ে নেটিজেনদের মধ্যে এতদিনে বেশ ভালো রকমেরই উত্তেজনার সৃষ্টি হয়েছে।

‘রামপ্রসাদ’-এর অন্য একটি আকর্ষণীয় দিক হলো এই ধারাবাহিকের স্টারকাস্ট। দীর্ঘ ৮ বছর পর এই ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করতে চলেছে আপনাদের চেনা অতি পরিচিত এক মুখ, অভিনেত্রী জয়িতা গোস্বামী। থাকছে আরো অনেক অভিজ্ঞতাসম্পন্ন অভিনেতা এবং অভিনেত্রী। থাকছে সব্যসাচী চৌধুরী, প্রেমিকা ঐন্দ্রিলাকে হারানোর পর এই ধারাবাহিকের হাত ধরেই পুনরায় কাজে ফিরছেন তিনি।

তবে এই ধারাবাহিকে থাকছে লোপামুদ্রা সিনহা-ও। যাকে বর্তমানে দেখা যাচ্ছে ‘সোহাগ জল’ ধারাবাহিকে, দেখা গেছে ‘মিঠাই’তেও, সিডের কাকির চরিত্রে অভিনয় করেছিলেন লোপামুদ্রা। তবে ‘রামপ্রসাদ’-এ তাঁকে দেখা যাবে গুরুত্বপূর্ণ এক চরিত্রে, রামপ্রসাদের মায়ের চরিত্রে থাকবেন তিনি‌। গদাধরের মায়ের চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে। রানী রাসমণির পর আবারও এক পুরোনো সময়কালের ধারাবাহিকে তাঁকে দেখে ভক্তরা বেশ খুশি।

 

View this post on Instagram

 

A post shared by Lopamudra Sinha (@lopamudra____)

Related Articles