বাংলা সিরিয়াল

লালনকে স্মৃতিশক্তি ফিরিয়ে দিয়ে বাজিমাত দিল ধুলোকনা, এদিকে প্রথম তিনের থেকে আউট গাঁটছড়া! গৌরী এলো কি তবে প্রথম হতে পারল না?

প্রত্যেক সপ্তাহের মত এই সপ্তাহ তে কিন্তু বৃহস্পতিবার টিআরপি লিস্ট সামনে আসেনি। যদিও তার কারণ আমরা সকলেই জানি যে দীপাবলির জন্য বেশ কিছুদিন পিছিয়েই প্রকাশ্যে এলো এই সপ্তাহের টিআরপি লিস্ট। তবে এই সপ্তাহে বড়সড় পরিবর্তন দেখা গেলো! গৌরী এলোকে বাজিমাত দিয়েছে ধুলোকনা। লালন আদেও আর ভুল ঝুড়ি কে চিনতে পারবে কিনা, নিজের বউকে সিঁদুর পড়াবে কিনা এসব নিয়ে নিজে উত্তেজনা কাজ করছিল তাতেই ফল হয়েছে এই রকম।

আবার জগদ্ধাত্রী উঠে এলো প্রথম তিনে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সাথে জগদ্ধাত্রী ধারাবাহিকের টিআরপি লিস্টের স্থান একই। যদিও অনুরাগের ছোঁয়া এর আগেও টিআরপি তালিকায় ভালো ফলাফল করেছিল। কারণ সূর্য যেভাবে তার স্ত্রীকে অবিশ্বাস করল আর দীপাও নিজের মত বজায় রাখল সেই সব থেকে দর্শকের চোখ সরেনি।

চলুন দেখে নেওয়া যাক বর্তমান সপ্তাহে প্রথম ৫ ধারাবাহিকের লিস্ট –
১ম – ধুলোকণা (৮.৩)
২য় – গৌরী এলো , অনুরাগের ছোঁয়া (৭.৭)
৩য় – জগদ্ধাত্রী (৭.৫)
৪র্থ – আলতা ফড়িং (৭.৩)
৫ম – গাঁটছড়া (৭.২)

এছাড়াও পাখি ধারাবাহিকের টিআরপি রেটিং হলো –
5:30 PM : গুড্ডি (৩.৯) | দিদি No.1 S9 (৩.৩)
6:00 PM : নবাব নন্দিনী (৬.১) | পিলু (৫.০)
6:30 PM : সাহেবের চিঠি (৬.৫) | খেলনা বাড়ি (৫.৯)
7:00 PM : গাঁটছড়া (৭.২) | জগদ্ধাত্রী (৭.৫)
7:30 PM : আলতা ফড়িং (৭.৩) | গৌরী এলো (৭.৭)
8:00 PM : ধুলোকণা (৮.৩) 👑 | মিঠাই (৬.৪)
8:30 PM : মাধবীলতা (৬.৮) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.০)
9:00 PM : এক্কা দোক্কা (৬.৩) | এই পথ যদি না শেষ হয় (৪.৭)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৭.৭) | লালকুঠি (৪.২)
10:00 PM : হরগৌরী পাইস হোটেল (৫.৪) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.৪)
10:30 PM : গোধূলি আলাপ (২.৬) | উড়ন তুবড়ি (৩.৬)
11:00 PM : রাধাকৃষ্ণ (১.৫) | শিশু ভোলানাথ (২.১)

নন ফিকশন শো গুলির টিআরপি রেটিং –
১ম – দিদি No.1 [সানডে ধামাকা] (৬.৪)
২য় – সা রে গা মা পা (৫.৯)
৩য় – Dance Dance Junior (৪.৭)
৫ম – রান্নাঘর (১.২)

Related Articles