বাংলা সিরিয়াল

“বড্ড অহংকারি গুনগুন” – ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে তৃণাদি বলে ডাকেন দীপান্বিতা, আর তাতেই ক্যাপ্টেনের সাথে খারাপ ব্যবহার করেন ক্যাপ্টেন তৃণা, তৃণার এই ব্যবহারে বিরক্ত দর্শক

স্টার জলসার এক প্রধান রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’, যার টিআরপি তরতরিয়ে বেড়েই চলেছে কয়েক সপ্তাহ ধরে। সম্প্রতি দুই ক্যাপ্টেনের অনস্টেজ কথাকাটাকাটি নিয়ে আবারও চর্চায় উঠেছে এই শো। ক্যাপ্টেন তৃণা ও ক্যাপ্টেন দ্বীপান্বিতার মধ্যে এই দ্বন্দ্ব দেখা গিয়েছে। যেখানে দ্বীপান্বিতা তৃণাকে অনস্টেজে দিদি বলে ডাকায় সেটি পছন্দ হয়নি তৃণার, তিনি উত্তরে জানান “আমি এখানে কারোর দিদি নই, আমরা এখানে পরস্পরের প্রতিদ্বন্দ্বী।

অনেক তৃণার ফ্যানদেরই পছন্দ হয়নি এই ব্যবহার। পছন্দের অভিনেত্রী হলেও অন্ধের মতো ভক্তরা তার এই আচরণ বিচার করেননি। তারা জানান, এমন আচরণ তোমার কাছে আশা করিনি। অনেকে বলেন বয়সের ভিত্তিতে না দেখে ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতার ভিত্তিতে দেখলে দ্বীপান্বিতার থেকে অনেক বড় তৃণা। সেখানে তৃণাকে ‘দিদি’ বলে সম্বোধন করে খুব একটা ভুল তিনি করেননি। প্রসঙ্গত বলে রাখা ভালো ‘দিদিমনি হোম ডেলিভারি’ থেকে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন দ্বীপান্বিতা।

তবে সকলেই জানেন এখনকার রিয়েলিটি বা বাস্তবভিত্তিক শো-গুলিতে কতটা বাস্তবতা থাকে। একাংশ জানান এই ঘটনাটি স্ক্রিপ্টেড, কারণ ‘দিদি’ বলে ডাকাতে কোনো অভিনেত্রী এমন আচরণ করবেন এটি কেউই মেনে নিতে পারছেন না, বিশেষ করে তৃণা ভক্তরা তো মানতেই নারাজ। প্রযোজক ও পরিচালকরা নানারকম ফন্দি এঁটে শো এর টিআরপি বাড়ানোর ধান্দায় থাকেন। এটিও তাদেরই মস্তিষ্কপ্রসূত একটি কৌশল বা ট্যাকটিক বলে জানিয়েছেন দর্শকরা।

শো-য়ের ক্যাপ্টেনরা আগেও চর্চায় ছিলেন, তৃণা সাহা এবং অভিষেক বসু বিশেষ করে। ‘নাচ না জেনেও ক্যাপ্টেন’ এর তকমা লেগেছিল তাদের ওপর। এখন ডান্স ডান্স জুনিয়ারে ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন এর ভিত্তিতে ক্যাপ্টেনরা একে অপরের মুখোমুখি হচ্ছেন। এখানেই প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন তৃণা ও দীপান্বিতা। সেখানেই ঘটেছে এই ‘দিদি’ কেচ্ছা।

Related Articles