বাংলা সিরিয়াল

এলো নতুন আপডেট, অভিনেত্রী সৌমি কি পোস্ট করলেন স্ট্যাটাসে? তাহলে কি শীঘ্রই শেষ হতে চলেছে মিঠাই? নাকি অন্য কোন নতুন ধারাবাহীকে দেখতে পাওয়া যাবে সৌমিতৃষা কে

“মিঠাই কি এবারে সত্যি সত্যিই শেষ হতে চলেছে?”, ‘মিঠাই’ প্রেমীরা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে এই প্রশ্নেরই উত্তর। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার করে টিআরপি তালিকা প্রকাশ করা হয়, এবারে তা বের হল আজকে। ৫৬ সপ্তাহ ধরে সেরার সেরা হওয়ার সময় সৌমিতৃষা কুন্ডু প্রত্যেক সপ্তাহতেই স্টোরিতে লিখতেন “থাঙ্কু গোপাল!”। টিআরপি লিস্টে ‘মিঠাই’ তেমন ভালো ফলাফল করছে না, বরং সেই সেরার তালিকাতেও নেই, তা সত্ত্বেও সৌমিতৃষার গোপালের কাছে ‘থাঙ্কু’ বলার কারণ খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা।

তবে কি তারা যেটা ভয় পাচ্ছে সেটিই ঠিক, শেষ হয়ে যেতে চলেছে ‘মিঠাই’ ধারাবাহিক? অনেকে আবার এটিকে সৌমিতৃষার “বরাবরের অভ্যাস” বলেছেন, তবে এর মাধ্যমে কি সকলের প্রিয় মিঠাই অন্য কোনো বার্তা দিতে চাইছেন ফ্যানদের। তিনি কি মনে মনে ‘মিঠাই’-য়ের ইতি-ই চাইছেন? না অন্য কোনো নতুন প্রজোক্ট পেয়েছেন তিনি? এরকম অনেক প্রশ্নের সন্ধান সিরিয়াল প্রেমী গোয়েন্দারা চালাচ্ছে। ‘মিঠাই’-য়ের টিআরপি কমলেও সোশ্যাল মিডিয়ায় মিঠাই ফ্যানক্লাব ও সিধাই ফ্যানক্লাবের সংখ্যা অনেক।

‘মিঠাই’-য়ের টাইম স্লট বদলে যাচ্ছে ১৪ই নভেম্বর থেকে, খবরটি নিশ্চিত। আর ইতিমধ্যেই সেখানের নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-কে বয়কট শুরু করেছেন ভক্তদের একাংশ। তারা মিষ্টি সিরিয়াল দেখবে বলেই জানান, নিমের মতো তেঁতো সিরিয়াল দেখতে নাপসন্দ। ‘মিঠাই’-য়ের কাহিনীতেও আসতে চলেছে টুইস্ট, শোনা যাচ্ছে মিঠাইয়ের মৃত্যুও দেখানো হতে পারে সিরিয়ালে। ভক্তেরা কি পেতে চলেছেন নতুন কোনো বড়সড় পরিবর্তন? এমন অনেক প্রশ্নের উত্তরই অধরা।

এই সপ্তাহে অনেক আশা করে ছিল মিঠাই ফ্যানক্লাব। মিঠাইয়ের মা হয়ে ওঠার রমরমা পর্ব চলছে এখন, তা সত্ত্বেও স্টার জলসার ‘ধুলোকণা’ বাজিমাত করছে কি করে তা ভক্তদের কাছে বোধগম্য হচ্ছে না। দর্শকরা বলেন “নন্দা আর সিদ্ধার্থ-এর অফস্ক্রিন সম্পর্কই সিরিয়ালটিকে পথে নিয়ে এসেছে”। আর সেই কারণেই হয়ত অভিনেত্রী সৌমীতৃষাও চান ধারাবাহিকটি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসা যায়।

Related Articles