বাংলা সিরিয়াল

টলি পর্দায় কমলা সিট নিয়ে নিল, অন্যদিকে জোরদার টেক্কা চলছে জগদ্ধাত্রী আর দীপার! পয়লা মে ছুটি থাকায় একদিন পিছিয়ে প্রকাশ্যে এলো টিআরপি তালিকা

চলতি সপ্তাহের ১লা মে বৃহস্পতিবার ছুটির দিন হবে টেলিভিশনের টিআরপি তালিকা পোস্ট হতে দেরি হলো একটা গোটা দিন। আজ শুক্রবার চলতি সপ্তাহের টিআরপি তালিকায় দেখা গেল বড়সড়ো ধামাকা। প্রথম পাঁচটি ধারাবাহিকের তালিকায় ধারাবাহিকের নাম ছিল অপরিবর্তিত। যদিও এই সপ্তাহের সেরা চমক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। শুরু হবার পরপরই খেলনা বাড়িকে হারিয়ে স্লট লিড করছে এই ধারাবাহিক।

দুই খুদের ম্যাজিকে সন্ধ্যে সাড়ে ছটার স্লট জি বাংলার থেকে কেটে নিতে পেরেছে স্টার জলসা। চলতি সপ্তাহতে ষষ্ঠ স্থান অধিকার করেছে এই মেগা ধারাবাহিক। খেলনা বাড়িতে লিফ নেওয়ার পর নতুন জেনারেশন মানুষের মনে জায়গা করতে পারেনি। তাই আজ তাদের স্লট হারাতে হলো। সুতরাং বুঝতেই পারছেন দীর্ঘ বছরের লিভ আর নতুন অভিনেতা অভিনেত্রীরা রীতিমতো ফেল করে গিয়েছেন।

তাহলে চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের প্রথম পাঁচ ধারাবাহিক।
প্রথম পাঁচটি ধারাবাহিক হলো –
প্রথম – জগদ্ধাত্রী (৮.৩)
দ্বিতীয়- অনুরাগের ছোঁয়া (৭.৮)
তৃতীয়- গৌরী এলো (৭.৪)
চতুর্থ- নিম ফুলের মধু (৭.২)
পঞ্চম- রাঙা বউ (৬.১)

বাকি ধারাবাহিক গুলির টিআরপি রেটিং হল –
🕒 : তোমার খোলা হওয়া ()
🕠 : গুড্ডি (২.১) | দিদি No.1 S9 (২.৫)
🕕 : রামপ্রসাদ (৩.৫) | মিঠাই (৪.১)
🕡 : কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৫.৮) | খেলনা বাড়ি (৫.৪)
🕖 : গাঁটছড়া (৫.৫) | জগদ্ধাত্রী (৮.৩)
🕢 : মেয়েবেলা (৫.৮) | গৌরী এলো (৭.৪)
🕗 : বাংলা মিডিয়াম (৫.৭) | নিম ফুলের মধু (৭.২)
🕣 : পঞ্চমী (৫.৫) | রাঙা বউ (৬.১)
🕘 : এক্কা দোক্কা (৫.১) | সোহাগ জল (৫.১)
🕤 : অনুরাগের ছোঁয়া (৭.৮) | মুকুট (৩.৬)
🕙 : হরগৌরী পাইস হোটেল (৫.৪) | ইচ্ছে পুতুল (৪)
🕥 : গোধূলি আলাপ (৩.০) | মন দিতে চাই (৩.৪)
🕚 : রাধাকৃষ্ণ (১.৪) | শ্রীকৃষ্ণ লীলা (২.৪)

এছাড়াও ননফিকশন শোগুলির টিআরপি রেটিং হল –
ঘরে ঘরে জি বাংলা ()
ড্যান্স বাংলা ড্যান্স (৫.২)
দিদি No.1 [সানডে ধামাকা] (৪.৯)
Super Singer S4 (৩.৭)

Related Articles