বাংলা সিরিয়াল

বঙ্গ সেরা ধারাবাহিক জগদ্ধাত্রী! গাঁটছড়া ও খুব একটা পিছিয়ে নেই! অন্যদিকে নতুন স্লটে গিয়েই বাজিমাত করলো মিঠাই!

ধারাবাহিকের টিআরপির ক্ষেত্রে সব সময় বদল ঘটে, আজ যে ধারাবাহিক স্লট লিড, কাল হয়তো সেই ধারাবাহিক স্লট ছাড়া হয়ে গেলো, আবার টানটান ধামাকাদার এপিসোড দিয়ে সেটা হয়ে গেলো বঙ্গ সেরা। তবে বিগত কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে যে, ধামাকাদার এপিসোড দিয়ে বাজিমাত করছে জগদ্ধাত্রী, গাঁটছড়া সেই জায়গায় অনেকটাই পিছিয়ে পড়েছে। তবে এই সপ্তাহের টিআরপি লিস্টে দেখা যাচ্ছে যে বঙ্গসেরার আসন না পেলেও টপ থ্রি ধারাবাহিকের মধ্যে নিজের স্থান অক্ষুণ্ন রেখেছে গাঁটছড়া। আবার রাত ৮টার স্লট থেকে সন্ধে ছটার স্লটে গিয়ে মিঠির গল্প এনে বাজিমাত করেছে মিঠাই, নবাব নন্দিনী কে হারিয়ে স্লট পেয়েছে সে। খেলনা বাড়ি ধারাবাহিকের কাছে হেরে গেছে সাহেবের চিঠিও, বেশ গ্যাপ রেখে স্লট হারিয়েছে সাহেবের চিঠি। চলুন দেখে নেওয়া যাক টিআরপি লিস্টে কার কী অবস্থা-

এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক হলো –
১ম। জগদ্ধাত্রী ৮.৩ (TOPPER)
২য়। অনুরাগের ছোঁয়া ৭.৭
৩য় । আলতা ফড়িং ৭.৪
৪র্থ । খেলনা বাড়ি / ধুলোকনা / গাঁটছড়া ৭.১
৫ম । গৌরী এলো ৬.৯
নতুন স্লট-
মিঠাই ৬.৬ | নবাব নন্দিনী ৫.৬

সম্পূর্ন তালিকা-

5.30 pm- গুড্ডি (৪.১) | দিদি No.1 S9 (৩.৯)
6.00 pm- নবাব নন্দিনী (৫.৬) | মিঠাই (৬.৬)
6.30 pm- সাহেবের চিঠি (৬.৪) | খেলনা বাড়ি (৭.১)
7.00 pm- গাঁটছড়া (৭.১) | জগদ্ধাত্রী (৮.৩) (Bengal topper)
7.30 pm- আলতা ফড়িং (৭.৪) | গৌরী এলো (৬.৯)
8.00pm- ধুলোকণা (৭.১) | নিম ফুলের মধু (৬.৭)
8.30 pm- মাধবীলতা (৬.৩) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৪)
9.00 pm- এক্কা দোক্কা (৬.৬) | এই পথ যদি না শেষ হয় (৪.৬)
9.30 pm- অনুরাগের ছোঁয়া (৭.৭) | লালকুঠি (৩.৪) [Last Week]

10.00 pm- হরগৌরী পাইস হোটেল (৫.৪) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৩.০)
10.30 pm- গোধূলি আলাপ (৩.৬) | উড়ন তুবড়ি (২.৮)
11.00pm- রাধাকৃষ্ণ (১.৭) | শিশু ভোলানাথ (২.১)

NON FICTION শো গুলির টি আর পি –

রান্নাঘর (১.১)
সা রে গা মা পা (৫.১)
দিদি No.1 [সানডে ধামাকা] (৪.৭)
Dance Dance Junior (৫.০)

Related Articles