বাংলা সিরিয়াল

রাঙা বউকে হারালো পঞ্চমী! নিম ফুলের মধু আর বাংলা মিডিয়ামের হাড্ডাহাড্ডি লড়াই! কে হলো সেরার সেরা? দেখে নিন এই সপ্তাহের টিআরপি!

কোন ধারাবাহিক কত দিন চলবে এবং কতদিন চলবে না তা নির্ভর করে টিআরপির ওপর। টিআরপি ঠিক করে দেয় একটা ধারাবাহিকের ভাগ্য। যেমন শুরুর প্রথম থেকেই স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া বরাবর স্লটলিড করেছে, প্রতিপক্ষে যে ধরনের ধারাবাহিক আসুক তা সে পারিবারিক হোক অথবা রহস্য রোমাঞ্চে ভরপুর সব সময় অনুরাগের ছোঁয়া বাজিমাত করেছে টিআরপিতে। এখনো দীর্ঘ সময় পেরিয়ে অনুরাগের ছোঁয়ার জয়যাত্রা অব্যাহত। এই সপ্তাহের টিআরপিতে দেখা যাচ্ছে যে জগদ্ধাত্রীকে হারিয়ে আবার‌ও বাজিমাত করেছে অনুরাগের ছোঁয়া বেঙ্গল টা পার হয়েছে এই ধারাবাহিক। অন্যদিকে নতুনত্ব কাহিনী এনেও পঞ্চমীর কাছে হেরে গেছে রাঙাবৌ। জি বাংলা নিম ফুলের মধু আর বাংলা মিডিয়ামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। অন্যদিকে সন্ধ্যের স্লটে গিয়েও মিঠাই তার জয়যাত্রা অব্যাহত রেখেছে।

এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক-

১ম। অনুরাগের ছোঁয়া (৯.১) (BENGAL TOPPER)
২য় । জগদ্ধাত্রী (৮.৪)
৩য় । গৌরী এলো (৭.৮)
৪র্থ । নিম ফুলের মধু (৭.৬)
৫ম । বাংলা মিডিয়াম | পঞ্চমী (৭.২)

গুড্ডি (৩.৮) | দিদি No.1 S9 (৩.১)
নবাব নন্দিনী (৪.৮) | মিঠাই (৫.৯)
সাহেবের চিঠি (৫.৮) [Last WeeK] | খেলনা বাড়ি (৬.৯)
গাঁটছড়া (৬.৬) | জগদ্ধাত্রী (৮.৪)
আলতা ফড়িং (৬.৩) | গৌরী এলো (৭.৮)
বাংলা মিডিয়াম (৭.২) | নিম ফুলের মধু (৭.৬)
পঞ্চমী (৭.২) | রাঙা বউ (৬.৯)
এক্কা দোক্কা (৬.৮) | সোহাগ জল (৫.২)
অনুরাগের ছোঁয়া (৯.১) | তোমার খোলা হাওয়া (৪.০)
হরগৌরী পাইস হোটেল (৬.৩) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৩.১)
গোধূলি আলাপ (৩.৩) | মন দিতে চাই (২.৮)
রাধাকৃষ্ণ (১.৮) | শ্রীকৃষ্ণ লীলা (২.২)

NON FICTION শো-
ঘরে ঘরে জি বাংলা (১.২)
সা রে গা মা পা (৫.৭)
দিদি No.1 [সানডে ধামাকা] (৬.৪)
Super Singer S4 (৩.৮)

Related Articles