বাংলা সিরিয়াল

সিরিয়াল দিয়েই হাতেখড়ি, অথচ সিনেমা সিরিজের ভিড়ে সিরিয়ালকে কি ভুলে গেলেন বিক্রম? কি বললেন অভিনেতা

টলি পাড়ার(Tollywood) অন্যতম ব্যস্ত অভিনেতা বিক্রম চ্যাটার্জী(Vikram Chatterjee)। কিছুদিন আগে শেষ হয়েছে তার অন্যতম সিরিজের কাজ। ৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় এর নতুন ওয়েব সিরিজ(Web Series) রক্তকরবী(Raktakarabi)। যদিও তার সঙ্গে রবীন্দ্রনাথের গল্পের বিশেষ মিল নেই। তবে ব্যস্ত এই কারণে বলা কারণ এই মুহূর্তে পর পর বেশ কয়েকটি কাজ রয়েছে তার হাতে।

‘শহরের উষ্ণতম দিনে’, ‘শেষ পাতা’, ‘পারিয়া’ সব মিলিয়ে বলাই যায় এই মুহূর্তে অভিনেতার বৃহস্পতি তুঙ্গে। তবে এমনটা কি নিজে মনে করেন বিক্রম? সম্প্রতি আনন্দবাজার অনলাইনে মুখোমুখি হয়েছিলেন অভিনেতা। সেখানে জানিয়েছেন নিজের উত্তর। কিছুটা চুপ থেকে বিক্রম বলেন,’ তুঙ্গে কিনা বলা বেশ কঠিন। ভগবানের দয়ায় বেশ অনেক কাজ আছে। দর্শকের আমার কাজ ভালো লাগলে আশা করি আরও বেশি কাজ করবো ভবিষ্যতে’।

তারপর প্রশ্ন রাখা হয় আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতোই বিক্রম চট্টোপাধ্যায়ের হাতেখড়িটা সিরিয়াল থেকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখন প্রত্যেকেই বড় পর্দার হিরো। ধারাবাহিকের মধ্যে বিক্রমের ঝুলিতে রয়েছে ‘সাত পাকে বাঁধা’, ‘ইচ্ছে নদী’, ‘ফাগুন বউ’য়ের মত ধারাবাহিক। কিন্তু দর্শকদের মনে সেই জায়গাটা এখনো অন্যরকম। সিনেমা সিরিজের মাঝে কি বিক্রম ভুলে গেছেন ধারাবাহিকে ফিরতে?

এ ব্যাপারে অবশ্য সটান উত্তর দিয়েছেন অভিনেতা,’ যেখান থেকে আমার শুরু সেটা কি করে ভুলি?’ যদিও এখন অনেক অভিনেতারই বক্তব্য সিরিয়াল তাদের অর্থনৈতিক নিরাপত্তা দেয়। তাইতো প্রচুর অভিনেতাদের মতে সিরিজ সিনেমার দিকে ঝুঁকলেও পকেটে টান পরলে সিরিয়াল তাদের কাছে একটা সেফ জোন। তবে এই ব্যাপারটা বেশ গর্ব করেন বিক্রম। সাক্ষাৎকারে জানিয়েছেন,’ এটা তো খুব গর্বের বিষয়। আমাদের ইন্ডাস্ট্রিতে এমন একটা অংশ রয়েছে যেখানে ব্যবসায় এতটাই লাভ হয় যে শিল্পীরা তাদের প্রাপ্য পারিশ্রমিক পান। অনেক সময় চরিত্র পছন্দ না হলে এখন আমি না বলে দিই। সেই আত্মবিশ্বাস এসেছে আমার দীর্ঘদিন টেলিভিশনে কাজ করা অভিজ্ঞতা থেকে’।

তবে টেলিভিশনের প্রতি ভালোবাসা কমেডি এতোটুকু সেটা বুঝিয়ে দিলেন কথা দিয়ে। ছোট পর্দা একটা বড় অংশ জুড়ে রয়েছে তার জীবনের তাই বিক্রম মনে করেন,’ টেলিভিশনকে শুধু আমার টাকা উপার্জনের জায়গা বলে মনে করি না। আমার বিশ্বাস যদি ভাল কাজ করি সেটা সিরিয়াল হোক সিনেমা কিংবা সিরিজ সব ক্ষেত্রেই দর্শক আমায় ভালোবাসা দেবেন’।

Related Articles