বাংলা সিরিয়াল

মিঠাই ও জগদ্ধাত্রীর মধ্যে এই একটা কমন মিল রয়েছে! জানেন সেটা কী?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। এই ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয়, বর্তমানে মিঠাই মারা গেছে এবং মিঠাই এর মতো দেখতে হুবহু একটি মেয়ে মনোহরায় এন্ট্রি নিয়েছে, তার নাম মিঠি। মিঠাই এর মতো না সে রান্না করতে পারে , না সে মিষ্টি বানাতে পারে , খালি মিঠাইয়ের সাথে তার একটা বিষয়েই মিল আছে, তা হলো মনের দিকে।

মিঠাই যেমন নিজের আগে অন্যের কথা ভাবতো, মিঠিও তেমনি নিজের আগে অন্যের কথা ভাবে, শাক্যকে মিঠি খুব ভালোবাসে, তাই শাক্যর জন্য শাক্যর বাবা সিডকে বাঁচাতে- সে নিজে লাইফ রিস্ক পর্যন্ত নিয়েছে।

অন্যদিকে জি বাংলার আরেক জনপ্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী। এখানে জগদ্ধাত্রীর দুই রূপ, এক রূপে সে শান্ত শিষ্ট, আরেক রূপে সে ডাকাবুকো স্পেশাল পুলিশ অফিসার জ্যাশ সান্যাল। এই দুই রূপেই সে কাঁপিয়ে বেড়ায় কিন্তু জগদ্ধাত্রী যে জ্যাশ তা অনেকেই জানেন না আবার মিঠাই ধারাবাহিকের ক্ষেত্রেও মিঠাই আসল মিঠি কিনা তা অনেকেই বুঝে পাচ্ছেন না! এখন মিঠাই ভক্ত বৃন্দরা এটাই বুঝতে পারছে না যে, মিষ্টির আসল পরিচয় আসলে কী?

সে কি মিঠাই না মিঠাই না? একবার ভাবছে সেই স্মৃতিভ্রষ্ট মিঠাই আরেকবার ভাবছে সে নতুন কেউ, মিঠাই ফ্যানদের মতো একই রকম অবস্থা হয়েছে জগদ্ধাত্রীতে। কৌশিকী মুখার্জি রীতিমত মাথা খাটাচ্ছে জগদ্ধাত্রীর আসল পরিচয় বার করার জন্য!

একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় তাই লিখেছেন, “ মিঠাই ফ্যানস আর কৌশিকী মুখার্জীর মধ্যে একটা জিনিসের বড্ড মিল, কৌশিকী জগদ্ধাত্রী- জ্যাস সান্যাল কিনা বুঝতে পারে না, মাথাব্যথা

আর মিঠাই ফ্যানদের মিঠি মিঠাই কিনা সেটা নিয়ে মাথাব্যথা!”

Related Articles