বাংলা সিরিয়াল

‘স্বয়ম্ভূর কৃতিত্ব ছাড়াই জগদ্ধাত্রী টপার হচ্ছে এটা সিরিয়ালের ক্রেডিট!’ জগদ্ধাত্রী সিরিয়ালে নায়কের কৃতিত্ব মানতে নারাজ দর্শক!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। এই ধারাবাহিক প্রায়‌‌ই বেঙ্গল টপার হয়, এছাড়া অসংখ্যবার এই ধারাবাহিক স্লট লিড ও করেছে। জনপ্রিয় এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা মল্লিক। এই ধারাবাহিকে তার চরিত্র টা হলো দ্বৈত। তিনি দুই রকমের ভূমিকায় অভিনয় করেন এই ধারাবাহিকে‌। এই ধারাবাহিকে দেখা যায় যে, বাড়িতে শান্তশিষ্ট মেয়ে জগদ্ধাত্রী, কিন্তু সেই আবার ডাকাবুকো স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার। তার দৌর্দণ্ড প্রতাপ শাসনে ক্রিমিনাল রা পর্যন্ত ভয় পায়। প্রথম এই ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে অনায়াসে জায়গা করে নিয়েছেন তিনি।

জগদ্ধাত্রী ছাড়াও এই ধারাবাহিকে ইন্টারেস্টিং ক্যারেক্টার হলেন কৌশিকী মুখার্জী- এই দুই নারী চরিত্র যতটা ডাকা বুকো তার তুলনায় নায়ক স্বয়ম্ভূর চরিত্র অনেকটাই শান্ত, হিরো হলেও এই চরিত্রের সেরকম দাপট নেই। তবে বারংবার জগদ্ধাত্রী টপারশিপ ছিনিয়ে নেওয়ার পর অনেকেই ধারাবাহিকের নায়ক স্বয়ম্ভূর কৃতিত্ব স্বীকার করছেন, বলেছেন,‘ নায়ক শান্ত হলেও তার জন্যই ধারাবাহিক টপার হচ্ছে, কারণ এই ধারাবাহিকের নায়ক চরিত্রটি অনান্য নায়ক চরিত্রের থেকে ব্যতিক্রম বলেই দর্শক পছন্দ করছেন এই ধারাবাহিকটি’। অনেকেই আবার এই বিষয়টির সাথে সহমত পোষণ করেন নি। জগদ্ধাত্রীর বেঙ্গল টপার হওয়ার ক্রেডিট স্বয়ম্ভূকে এক অংশ‌ও দিতে নারাজ তারা।

সোশ্যাল মিডিয়ায় এরকম‌ই একজন নেটিজেন লিখেছেন যে,“ জগদ্ধাত্রী একটা ভালো নায়কের চরিত্র ছাড়াই চ্যানেল টপার,পুরো বাংলার ২য় সিরিয়াল।এটা অতি অবশ্যই জগদ্ধাত্রীর সফলতা।
স্বয়ম্ভু হাদা বলে যে জগদ্ধাত্রী টিআরপি পাচ্ছে এটা কোন দেশের লজিক রে ভাই?
জগদ্ধাত্রী টিআরপি পাচ্ছে টানটান গল্প,জ্যাস স্যানাল,কৌশিকি মূখার্জীসহ গোটা টিমের হার্ড ওয়ার্ক আর দর্শকের মনমতো গল্পের দৌলতে। যেসব হাদারা স্বয়ম্ভুর হাদামি নিয়ে চিল্লাচিল্লি করছে তারাই বড় হাদা”

Related Articles