বাংলা সিরিয়াল

জি বাংলার পর্দায় ফিরছে জনপ্রিয় পুরোনো ধারাবাহিকগুলি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনোদন জোগানোর ভাবনা-চিন্তা করছে জি বাংলার চ্যানেল কর্তৃপক্ষ, প্রকাশিত হল নতুন টাইম শিডিউল, জেনে নিন বিস্তারিত

করোনাকালে লকডাউনের সময় একের পর একটি সিরিয়াল স্টুডিওতে ঝুলে গিয়েছিল তালা, শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল বেশ কয়েকমাস। সুতরাং পছন্দের ধারাবাহিকও বন্ধ করে দিতে হয় চ্যানেল কর্তৃপক্ষকে। তবে তারপরেই স্টার প্লাস চ্যানেল ফিরিয়ে আনে নতুন ‘মহাভারত’ ধারাবাহিকটি, ডিডি বাংলায় সম্প্রচারিত হতে থাকে আশির দশকের ‘রামায়ণ’, ‘মহাভারত’ ধারাবাহিক।

এই ট্রেন্ড ফলো করে বাংলার জি বাংলা, স্টার জলসা, সান বাংলা, আকাশ আট, রূপসী বাংলার মতো চ্যানেলগুলিও পুরাতন সমস্ত ধারাবাহিক আবারও সম্প্রচার করতে শুরু করে। তবে জি বাংলা আবারও সিদ্ধান্ত নিয়েছে পুরোনো ধারাবাহিকগুলিকে আবার দর্শকদের সামনে আনার। না না লকডাউন পরেনি, তবে জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ সম্ভবত টিআরপি বাড়ানোর লক্ষ্যেই আবারও এই ধারাবাহিকগুলিকে ফিরিয়ে আনছে।

নতুন একটি শিডিউল মেনেই জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে পুরোনো কিছু ধারাবাহিক, জি বাংলার ফেসবুক পেজ থেকে অফিসিয়ালি কিছু না জানানো হলেও নতুন এই শিডিউল মেনেই আপাতত ধারাবাহিকগুলি দেখানো হচ্ছে। পুরাতন সেই ধারাবাহিক সম্প্রচারের সময়, এবং নতুন ধারাবাহিকসহ তাদের পুনঃসম্প্রচারিত হওয়ার সময়গুলি নিম্নলিখিত :

ভুতু – 9 AM


বাটুল দ্য গ্রেট – 9:30 AM


কৃষ্ণকলি – 10:30 AM


ঘরে ঘরে জি বাংলা – 2:30 PM


তোমার খোলা হাওয়া – 3:00 PM, 1:00 AM


দিদি নাম্বার ওয়ান – 5:00 PM


মিঠাই – 6:00 PM, 12:30 AM, 2:10 AM, 8:00 AM, 10:00 AM, 2:00 PM


খেলনা বাড়ি – 6:30 PM, 3:21 AM, 8:30 AM, 1:00 PM


জগদ্ধাত্রী – 7:00 PM, 11:30 PM, 2:34 AM, 6:00 AM, 11:30 AM, 3:30 PM


গৌরী এলো – 7:30 PM, 1:47 AM, 4:31 AM, 7:00 AM


নিম ফুলের মধু – 8:00 PM, 12:00 AM, 2:57 AM, 7:30 AM, 1:30 PM


রাঙা বউ – 8:30 PM, 4:08 AM, 4:00 PM


সোহাগ জল – 9:00 PM


মুকুট – 9:30 PM, 4:30 PM


ইচ্ছে পুতুল – 10:00 PM, 3:44 AM, 6:30 AM, 12:30 PM


মন দিতে চাই – 10:30 PM, 1:23 AM, 12:00 PM


শ্রীকৃষ্ণ লীলা – 11:00 PM

দিদি নাম্বার ওয়ান: 8:30 PM (রবিবার)

ডান্স বাংলা ডান্স: 9:30 PM (শনিবার‌ এবং রবিবার)

টিআরপি বেশি মানেই সেই ধারাবাহিক সম্প্রচারিত হবে অন্যান্য ধারাবাহিকের থেকে বেশি সংখ্যক বার, যেমন – ‘জগদ্ধাত্রী’, ‘খেলনা বাড়ি’, ‘মিঠাই’, ‘নিম ফুলের মধু’। এবং টিআরপি কম থাকলে কেবলমাত্র অরিজিনাল টাইম ছাড়া দ্বিতীয়বার আর সম্প্রচারিত হবে না সেই ধারাবাহিক, যেমন – সোহাগ জল।

 

Related Articles