বাংলা সিরিয়াল

সামনে এলো জি বাংলার নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’ এর সময় এবং দিনক্ষণ, আবারও টিআরপি কম থাকার কারণে সময় পরিবর্তন করা হলো ‘এই পথ যদি না শেষ হয়’ এর

সম্প্রতি বাংলা ধারাবাহিক জগতে এক ঝাঁক নতুন ধারাবাহিক শুরু হয়েছে। জি বাংলায় ইতিমধ্যেই নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ শুরু হয়েছে। আগামী দিনে আরও দুটো নতুন ধারাবাহিক শুরু হওয়ার কথা রয়েছে। আর সেই দুই নতুন ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি।

তার মধ্যে একটি হল ‘সোহাগ জল’। যার প্রমো ভিডিও মাস খানেক আগে আমাদের সামনে এসেছে এবং সেই ভিডিওতে আমরা জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা হানি বাফনাকে দেখতে পেয়েছি। ধারাবাহিকের প্রমো ভিডিও সামনে এলেও ধারাবাহিক শুরুর দিনক্ষণ এবং সময় কিছুই জানা যায়নি। তবে এবারে সেই সমস্ত খবরও সামনে এলো। শোনা যাচ্ছে আগামী ২৮ শে নভেম্বর থেকে ঠিক রাত নটায় জি বাংলার পর্দায় দেখা যাবে শ্বেতা এবং হানির নতুন ধারাবাহিক ‘সোহাগ জল’।

তবে নতুন ধারাবাহিকের সময় শুনে প্রত্যেকেই অবাক হয়েছেন। কারণ বর্তমানে জি বাংলায় রাত নটায় দেখা যায় উর্মি এবং সাত্যকির গল্প ‘এই পথ যদি না শেষ হয়’। তবে কি এই ধারাবাহিক টিআরপি রেটিং কম থাকার কারণে বন্ধ করে দেওয়া হবে মাঝ পথেই? না এমনটা একেবারেই হচ্ছে না। আসলে এই ধারাবাহিকের সময় পরিবর্তন করা হচ্ছে। বর্তমানে আমরা দেখেছি TRP কম থাকার কারণে বহু ধারাবাহিক মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে। নয়তো বা ধারাবাহিকের সময় বদলে দেওয়া হয়েছে বারবার। এবারে সেই দিকেই এগোচ্ছে এই পথ যদি না শেষ হয়।

এর আগেও একবার এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের সময় পরিবর্তন হয়েছিল। এবারে আরো একবার নতুন ধারাবাহিকের জন্য জায়গা ছেড়ে দিতে হচ্ছে উর্মি সাত্যকি কে। সেই সঙ্গে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের নতুন ধামাকাদার প্রোমো ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে উর্মি নিজের বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলছে সে যেন তার বাবার হত্যাকারীকে শাস্তি দেওয়ার জন্য দুবার না ভাবে।

আর ঠিক তখনই পেছন থেকে উর্মির মামনি এসে উর্মির মাথায় বন্দুক ঠেকিয়ে উর্মিকে বলে উর্মির বাবা কে যেখানে পাঠানো হয়েছে সেখানে উর্মি কেও পাঠিয়ে দেবে তার মামনি। আর এই প্রমো ভিডিও দেখার পর থেকে তো ধারাবাহিকের ভক্তরা বেজায় উত্তেজিত হয়ে পড়েছে আগামী পর্বে কি হতে চলেছে তা দেখার জন্য।

অন্যদিকে জি বাংলার পর্দায় আরো এক নতুন ধারাবাহিক আছে চলেছেন তার নাম ‘রাঙা বৌ’। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী শ্রুতি দাস এবং অভিনেতা গৌরব রায় চৌধুরী। স্টার জলসার দেশের মাটি ধারাবাহিক শেষ হওয়ার দীর্ঘদিন পরে আবার জি বাংলার হাত ধরে ফিরছেন অভিনেত্রী।

আর অভিনেতা গৌরব কে আমরা কিছুদিন আগেই জি বাংলার পিলু ধারাবাহিকে দেখতে পেয়েছি। উল্লেখ এই ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে থাকছেন শ্রুতির প্রেমিক পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। প্রযোজনা সংস্থা ক্রেজি আইডিয়াজ এর প্রযোজনায় শুরু হবে এই ধারাবাহিক।

Related Articles