টলিউড

ছবি না দেখেই বয়কটের ডাক! ‘তোমরা কি ছাগল না পাগল?’ বললেন রাজ চক্রবর্তী

বলিউড থেকে টলিউড সর্বত্র এখন সিনেমা বয়কটের ডাক উঠেছে। ধর্মীয়ভাবে কে আঘাত হানার অভিযোগে দর্শকরা রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ধর্মযুদ্ধকে বয়কট করার ডাক দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এই ছবির ধর্মঘটের ডাক দিয়েছে দর্শকরা। তাদের মতে এই ছবিতে হিন্দু ধর্মকে নিশানা ক‍রা হয়েছে। এই ছবি নাকি তৈরি করা হয়েছে হিন্দু বিরোধী মতবাদ নিয়ে। দর্শকরা সোশ্যাল মিডিয়ায় ‘রাজ খান চক্রবর্তী’ বলে পরিচালককে কটাক্ষ করে প্রশ্ন তুলেছে, ‘সনাতন ধর্মীয় ভাবাবেগে আঘাত করার সাহস এরা কোথা থেকে পায়?’

একটা পোস্টের স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়াতে রাজ চক্রবর্তী লিখেছেন ‘ধর্মযুদ্ধ’-এ কোথাও গলা কাটা তো দূরে থাক, এক ফোটা রক্তপাতও দেখানো হয় নি। আর তোমরা সিনেমাটা না দেখেই বয়কটের ডাক দিচ্ছো? তোমরা কী ছাগল না পাগল?’

সংবাদ মাধ্যমের কাছে পরিচালক রাজ চক্রবর্তী ক্ষোভ উপড়ে দিয়ে বলেছেন যে কেউ যদি তার ছবিটা দেখে সমালোচনা করে তবে তিনি শুনতে রাজি। কিন্তু না দেখে কেউ যদি তার ছবির সমালোচনা করে তবে তিনি তা শুনতে রাজি নন। এমনকি পরিচালক এ কথাও বলেছেন যে টাকা দিয়ে এই সমস্ত লোককে তার বিরুদ্ধে এমন কাজ কেউ করাচ্ছে। অন্যের ক্ষতি করাটাই মানুষের এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

ছবি ট্রেলার সামনে আসতেই প্রথম বিজেপি নেতা তথাগত রায় এই ছবির অভিনেত্রী পর্ন মিত্র কে কটাক্ষ করেছেন। এর সাথে তিনি ধর্মযুদ্ধকে বয়কটের দাবি করেছেন। টুইট করে তথাগত রায় লিখেছেন, ‘আরে, ইনি ২০২১ বিধানসভা নির্বাচনে হিন্দুত্ববাদী একটি পার্টির একজন কামিনী, সরি প্রার্থী, ছিলেন না ? এখন মানুষের পরিচয় বোঝাতে ময়দানে নেমেছেন? বেশ, বেশ! সকলের কাছে আহবান জানাচ্ছি এই ভণ্ডামির সমুচিত উত্তর দিতে। বয়কট করুন ! হিন্দুবিরোধী ভণ্ডামি নিপাত যাক!’

Related Articles