কলকাতা

সোনার দামে রেকর্ড পতন! মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কমলো সোনার সাথে কমলো রূপোর দাম‌ও!

বিয়ে অনুষ্ঠানের মরশুমে উপহার দেওয়ার মত একটি মাত্রই জিনিস থাকে তা হলো সোনা। কিন্তু সোনার যে হারে দাম বাড়ে তাতে মানুষজন চিন্তায় পড়ে যান। অক্ষয় তৃতীয়ার পর‌ও সোনার দাম বেড়ে যাওয়ায় সকলের কপালে চিন্তার ভাঁজ পড়ে ছিলো, সম্প্রতি ফের কমলো সোনার দাম। তবে শুধু সোনার দাম নয় রুপোর দামেও হয়েছে পতন।

বর্তমানে সোনার দামঃ এখন ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ৪৭,১০০ টাকা । ২২ ক্যারেট হলমার্কের ১০০ গ্রাম সোনার দাম ৪,৭১,০০০টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনার ৮ গ্রামের দাম ৩৭,৬৮০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনার ১ গ্রামের দাম ৪,৭১০ টাকা।

বর্তমানে ২৪ ক্যারেট পাকা সোনার ১০ গ্রামের দাম হলো ৫১,৩৮০ টাকা। ২৪ ক্যারেট পাকা সোনার ১০০ গ্রামের দাম হলো ৫,১৩,৮০০ টাকা। ২৪ ক্যারেট পাকা সোনার ৮ গ্রামের দাম হল ৪১,১০৪ টাকা। ২৪ ক্যারেট পাকা সোনার ১ গ্রামের দাম হলো ৫,১৩৮ টাকা।

সোনার দাম কমায় তাই মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তদের। একইসাথে রুপোর দামে পতন হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলে। গত কয়েকদিন ধরে যেভাবে দাম বেড়ে যাচ্ছিলো, তাতে আজকের দাম দেখে প্রত্যেকেই নিশ্চিন্ত। গত তিনদিনের সোনা রুপোর দাম যদি দেখা যায় তাহলেই বোঝা যায় যে গতকালের তুলনায় আজকের সোনা রুপোর দাম অনেকখানি কমেছে। অক্ষয় তৃতীয়ার পর ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দামে ২০০ টাকা কমে হয়েছিলো ৪৭,০০০ টাকা। গতকাল সেই দাম বেড়ে গিয়েছিল ৪০০ টাকা ফলে দাম দাঁড়ায় ৪৭,৪০০ টাকা। আজ এই সোনার দাম কমে ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম ৪৭,১০০ টাকা দাঁড়িয়েছে, অর্থাৎ ৩০০ টাকা কমেছে।

অন্যদিকে সোনার মতো রুপোর দাম‌ও কমেছে। পরপর দু’দিন ধরে রুপোর দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার পর, এইদিন রুপোর দামেও পতন লক্ষ্য করা গেছে। ১ কেজি রুপোর বাটের দাম গতকাল ছিলো ৬৩,৮০০ টাকা, আজ তা কমে দাঁড়িয়েছে ৬২,৩০০ টাকাতে। অর্থাৎ ৫০০ টাকা কমেছে। ১০ গ্রাম রুপোর দাম কমে হয়েছে ৬২৩ টাকা। বিশ্বে সোনার দাম ১ ট্রয় আউন্সের দাম ১,৮৭৫.৬৯ ডলার। শেয়ারবাজারে টাইটান কোম্পানির শেয়ারের দাম হল ২,২১২৩০ টাকা। কল্যান জুয়েলার্সের শেয়ারের দাম ৫৯.৪৫ টাকা ও পিসি জুয়েলার্সের শেয়ারের দাম ২১.২৫ টাকা।

Related Articles