বাংলা সিরিয়াল

‘লীনা পিসি সবসময় তৃণাদিকে একই ক্যারেক্টার কেন দিচ্ছে? গুনগুন হোক বা ঝোরা শুরুতে বর সৌজন্য কিংবা মহার্ঘ্যকে মানছে না কিন্তু লেপ্টা লেপ্টিটা ঠিকই করবে’ – ধারাবাহিকে একঘেয়েমি দেখে বিরক্ত হচ্ছেন দর্শক

স্টার জলসায় বেশ কিছুদিন আগে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বালিঝড়’। এই ধারাবাহিকটিতে আমরা দেখতে পাচ্ছি জুটি বেঁধে কাজ করছেন অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা কৌশিক রায়। যদিও এই জুটি দর্শকদের কাছে নতুন নয়। এর আগেও আমরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খরকুটো’তে এই জুটিকে দেখতে পেয়েছি। তখন থেকেই এই জুটির জনপ্রিয়তা এতটাই ছিল যে দর্শক তাঁদেরকে আবারো একসাথে দেখতে চেয়েছিলেন। তাই খরকুটোর সৌজন্য আর গুনগুনের ফিরে আসা বালিঝড়ের মহার্ঘ্য আর ঝোরার ভূমিকায়।

‘বাড়িঝড়’ ধারাবাহিকেও খরকুটোর মতই কৌশিকের চরিত্র যথেষ্ট স্বচ্ছ। খুবই ভালো ছেলে সে। তার কথাবার্তা, ব্যবহার, মেয়েদেরকে সেজে নজরে দেখে সবটাই দর্শকের ভীষণ পছন্দের। যদিও এখনো পর্যন্ত ধারাবাহিকের নায়ক কে সে বিষয়ে কিছু জানা যায়নি। কারণ ঝোরা আর মহার্ঘ্যের সাথে মুখ্য চরিত্রে রয়েছে স্রোত। এই ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি অভিনেতা ইন্দ্রাশিষ রায়কে।

আবার স্রোতের ভূমিকায় যিনি অভিনয় করছেন ইন্দ্রাশীষ তাঁকে আমরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ধুলোকণা’তে লালনের চরিত্রে। ধারাবাহিকের প্রথম প্রমো থেকে শুরু করে এখনো পর্যন্ত দেখানো হয়েছে সমুদ্র সেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তার একমাত্র মেয়ে ঝোরা। সে স্রোত নামে তার এক বন্ধুকে ভালোবাসে। কিন্তু সমুদ্র সেন জোর করে তার মেয়ে ঝোরাকে বিয়ে দিয়ে দেয় মহার্ঘ্যের সাথে।

আর বিয়ের পর থেকেই ঝোরা খারাপ আচরণ করতে থাকে। কিন্তু ঝোরা যা যা চেয়েছে মহার্ঘ্য সব সময় তাকে তাই করতে দিচ্ছে। এমনকি মহার্ঘ্যের সামনে দাঁড়িয়ে স্রোতকে ভালোবাসার কথা বলছে। কিন্তু মহার্ঘ্য কখনো কোনো কিছুতে বাঁধা দিচ্ছে না। কিন্তু এবার অভিনেত্রী তৃণার সাহার এই চরিত্রে বিরক্ত হচ্ছেন দর্শক। কারণ এর আগেও খড়কুটো ধারাবাহিকে দেখানো হয়েছিল গুনগুন সৌজন্যকে মোটেই সহ্য করতে পারতো না কিন্তু সেই সময় তাকে জড়িয়ে ধরতো। এখানেও ভয় পেয়ে মহার্ঘ্যকে জড়িয়ে ধরল ঝোরা।‌ এসব দেখি রীতিমতো ক্ষেপে গিয়েছেন দর্শক।

একজন যেমন লিখেছেন, ‘গুনগুন হউক কিংবা ঝোরা দুইজনেই শুরুতে বর সৌজন্য কিংবা মহার্ঘ্যকে মানছে না কিন্তু লেপ্টা লেপ্টিটা ঠিকই করবে। গুনগুন তার ডল ছাড়া ঘুমাতে পারতো না বলে সৌজন্যকে ডল বানিয়ে ঘুমাতো, আর ঝোরা অন্যজনকে ভালোবাসে, তবুও এরকম মহার্ঘ্যর সাথে লেপ্টা লেপ্টি করছে,, সব নাটকে, সব ক্যারেক্টারের তৃণাদির একই রকম অভিনয়,, কোনো নতুনত্ব নেই’।

Related Articles