বাংলা সিরিয়াল

মাকে খুঁজে পাওয়ার নতুন যাত্রা শুরু রামপ্রসাদ-সর্বানীর, প্রথম এপিসোড দেখেই মুগ্ধ দর্শক, উঠল প্রাইম টাইমে আনার দাবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হলো রামপ্রসাদ এবং সর্বানীর যাত্রা। শুরু হয়েছে ধারাবাহিক রামপ্রসাদ(Ramprasad)। যে ধারাবাহিকের হাত ধরে বহু দিন পর ফিরলেন সব্যসাচী চৌধুরী(Sabyasachi Chowdhury)। এছাড়া মা কালীর চরিত্রে অভিনয় করেছেন পায়েল দে(Payel Dey)। সর্বানীর ভূমিকায় রয়েছেন সুস্মিলি আচার্য(Sushmili Acharya)।

প্রমো (New Promo)দেখাবার পর থেকেই দর্শকদের মনে একটাই প্রশ্ন ছিল কবে সম্প্রচারিত হবে ধারাবাহিক। কিন্তু উপযুক্ত সময় না পাওয়ার কারণে এমনটাও শোনা গিয়েছিল হয়তো টেলিভিশনে আসার আগেই শেষ হয়ে যাবে ধারাবাহিক। তারপরেই উঠেছিল তীব্র প্রতিবাদ। শেষমেষ বালীঝড়কে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে রামপ্রসাদ।

তবে প্রথম এপিসোড দেখেই মুগ্ধ হয়ে গেছেন দর্শক। বিশেষ করে সব্যসাচী এবং সুস্মিলি দুজনের চোখ ধাঁধানো অভিনয় দেখি বিশ্বাসই হচ্ছে না দর্শকদের যে তারা অভিনয় করছেন। এত বাস্তব তাদের অভিনয় দক্ষতা। পাশাপাশি গল্পের মোরক এবং রামপ্রসাদী গান। সব মিলিয়ে প্রথম দিনেই হিট তা বোঝাই যাচ্ছে।

তবে প্রথম দিনের পরেই নতুন প্রোমো এনেছে ধারাবাহিক নির্মাতারা। সর্বানী এবং রামপ্রসাদের বিয়ের প্রমো। এতদিন ধরে তারা যে প্রমো দেখেছেন এটা তার থেকে কিঞ্চিত আলাদা। রামপ্রসাদ যখন দোটানায় ভুগছেন সংসারে জড়িয়ে গেলে আর মায়ের হদিস পাবে কিনা। তখন মা স্বয়ং এসে তাকে আশ্বাস দিয়েছে স্ত্রীর হাত ধরেই নতুন করে যাত্রা শুরু হবে তার মাকে খুঁজে পাওয়ার। তবে এই প্রমো দেখে ইতিমধ্যে ধারাবাহিকের সময় নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে দর্শকদের তরফে।

কেউ বলছেন প্রাইম স্লটে আনা হোক ধারাবাহিক। আবার কেউ বলছেন এমন এক সময় আনতে যাতে প্রত্যেকটা দর্শক দেখতে পান। কেউ কেউ তো রাত দশটায় ধারাবাহিক সম্প্রচারের কথা বলেছেন। ঠিক যেমন সম্প্রচার করা হতো সব্যসাচীর আগের ধারাবাহিক মহাপীঠ তারাপীঠ। এখন দেখার দর্শকদের কথা ভেবে ধারাবাহিকের সময় পরিবর্তন করেন কিনা নির্মাতারা।

Related Articles