বাংলা সিরিয়াল

আইপিএলের কাছে ধরাশায়ী বাংলা ধারাবাহিক! হুহু করে কমলো টিআরপি রেটিং! সবাইকে চমকে নতুন টপার এই ধারাবাহিক?

বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তা নির্ভর করে টিআরপি তালিকার উপর। আর ধারাবাহিক প্রেমীদের কাছে সপ্তাহের বৃহস্পতিবার দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই দিনেই তাদের পছন্দের ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ হয়। তাই একটা আলাদায় উত্তেজনা কাজ করে সবার মনে।

প্রত্যেকটা ধারাবাহিক নিজেদের মতন করে দর্শকের মনোরঞ্জনের ব্যবস্থা করে রাখে ঠিকই। কিন্তু শ্রেষ্ঠ আসন তো একজনই দখল করতে পারে। প্রসঙ্গত প্রত্যেক বৃহস্পতিবার প্রকাশিত হয়ে থাকে ধারাবাহিকে টিআরপি তালিকা। চলুন জেনে নেওয়া যাক স্টার জলসা নাকি জি বাংলা কার মাথায় উঠলো এবারে চ্যানেল টপারের মুকুট।

প্রসঙ্গত আইপিএল চলার কারণে ক্রিকেটের কাছে হেরে গেছে বাংলা ধারাবাহিক। হু হু করে কমেছে গুলি টিআরপি রেটিং। তাই চলুন জেনে নেওয়া যাক কারা এবারে বাজিমাত করেছে। প্রথমেই বলি সন্ধে ছটায় রামপ্রসাদ এবারে নতুন করে খেলা দেখাচ্ছে। চলতি সপ্তাহে মিঠাইয়ের সঙ্গে লড়াই তে জি বাংলাকে এবার পিছু করতে হয়েছে। এগিয়ে গিয়েছে রামপ্রসাদ। অন্যদিকে সন্ধে সাড়ে ছটায় খেলনা বাড়ি এবং কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের নম্বরের পার্থক্য অনেকটা কমে গেছে।

তবে গাঁটছড়া নতুন প্রজন্ম এনেও খুব একটা খেলা দেখাতে পারছে না। প্রতিপক্ষ জগদ্ধাত্রীর কাছে হেরে গেছে তাও বিরাট নম্বরের ব্যবধানে। একই সঙ্গে মেয়েবেলা এবং গৌরী এলো দুই ধারাবাহিকের মধ্যেও নম্বরের পার্থক্য অনেক। গৌরী এলো এগিয়ে।

রাত আটটার স্লটে স্টার জলসার বাংলা মিডিয়ামের থেকে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে নিম ফুলের মধু। আবার সাড়ে আটটায় স্টার জলসার পঞ্চমীকে টেক্কা দিচ্ছে রাঙা বউ। তবে নম্বরের পার্থক্য খুব একটা বেশি নয়। অন্যদিকে রাত নটার স্লটে এক্কাদোক্কা এগিয়ে থাকবে সোহাগ জলের থেকে।

উল্লেখ্য রাত সাড়ে নটার জলসার অনুরাগের ছোঁয়া অনেক নম্বরে পেছনে ফেলে দিয়েছে জি বাংলার মুকুটকে। আবার হরগৌরী এগিয়ে রয়েছে ইচ্ছে পুতুলের কাছে। পিঠাচ্ছে জলসার ধারাবাহিক গোধূলি আলাপ। আশা করা যাচ্ছে অনুরাগের ছোঁয়া, নিম ফুলের মধু এবং জগদ্ধাত্রী এই তিনটে ধারাবাহিকের মধ্যে যেকোনো একটি ধারাবাহিক হয়তো এবার শ্রেষ্ঠ আসন দখল করবে। শুধু ফলাফল সামনে আসার অপেক্ষায়।

Related Articles