বাংলা সিরিয়াল

সিংহরায় বাড়ির ছেলেদের ভিটামিনের অভাব রয়েছে, তাই সবার চোখে চশমা! বাবা, ছেলে, কাকা, জ্যাঠা এমনকি দাদু একই বাড়ির সমস্ত ছেলেরা চশমা পড়ে ঘুরছে দেখে খিল্লি করছে নেটপাড়া

স্টার জলসা(Star Jalsha)র পর্দায় এখনো পর্যন্ত সব থেকে পুরনো ধারাবাহিক গুলির মধ্যে একটি গাঁটছড়া(Gatchara)। যে ধারাবাহিককে মুখ্য হিসেবে দেখা গিয়েছিল গৌরব চট্টোপাধ্যায়(Gaurab Chatterjee) এবং সোলাঙ্কি রায়(Solanki Roy)। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শ্রীমা ভট্টাচার্য ,অনিন্দ্য চ্যাটার্জী। এই ধারাবাহিক একটা সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

এমনকি সোলাঙ্কি রায় এবং গৌরব চ্যাটার্জির জুটি একটা সময় জি বাংলা মিঠাইকে পর্যন্ত পেছনে ফেলে দিয়েছিল। তবে বর্তমানে ধারাবাহিক থেকে বিদায় নিয়েছেন ধারাবাহিকের মুখ্য আকর্ষণ সোলাঙ্কি রায়। যে কারণে অনেকেই অবশ্য ধারাবাহিক দেখা ছেড়েছেন। অধিকাংশের দাবি ধারাবাহিকের প্রাণটাই যখন বেরিয়ে গেল তখন আর ধারাবাহিক দেখার কোনো মানে হয় না।

তবে বর্তমানে ধারাবাহিকে চলছে নতুন গল্প। নতুন প্রজন্মকে নিয়ে এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প। গল্প অনুযায়ী খড়ি মারা গেছে। তাই ঋদ্ধি এবং খড়ির দিদি তাদের ছেলেমেয়েদের মানুষ করেছে। এখনো পর্যন্ত ঋদ্ধিমান নিজের স্ত্রীর মৃত্যু থেকে বের হতে পারেননি। অন্যদিকে যে ছেলের জন্ম দিতে গিয়ে খড়ি মারা গেছে সেই আয়ুষ্মানকে সহ্য করতে পারে না ঋদ্ধি। কাছে টেনে নিতে পারেনি ছেলেকে। একটা চাপা অভিমান রয়েছে তার ওপর।

কিন্তু এত আবেগের ভিড়েও কটাক্ষকারীরা কটাক্ষ করতে ছাড়ছেন না। তারা ঠিক কিছু না কিছু নতুন উপকরণ খুঁজে নিচ্ছেন। যেমন বর্তমানে ধারাবাহিক অনুযায়ী প্রত্যেককেই গল্পে একটু বয়স্ক হয়েছে। তাই বয়স্ক দেখাতে সবার চোখে চশমা পরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ধারাবাহীকে দাদু থেকে নাতি সবাই চোখের সমস্যায় ভুক্তভোগী। যে কারণে সবার চোখেই চশমা। তাই দেখে একনিটিজেন সামাজিক মাধ্যমে লিখেছেন,’ সিংহ রায় বাড়ির ছেলেদের আরও বেশি বেশি সবুজ শাকসবজি খাওয়া দরকার। সবার চোখেই চশমা। ভিটামিনের অভাব রয়েছে বোধ হয়’। ভাবেই এমন একটা মজাদার পোস্ট দেখে হাসি থামাতে পারছেন না ধারাবাহিক ভক্তরাও।

Related Articles