বাংলা সিরিয়াল

ছোটো থেকেই নেতিবাচক চরিত্রে অভিনয় করতে পারদর্শী এই ক্ষুদে শিল্পী, ‘পটল কুমার গানওয়ালা’র এই শিশুশিল্পী খুব সহজেই নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে খেপিয়ে দিতে পারেন দর্শকদের

ধারাবাহিক হোক কিংবা ছায়াছবি, সবজায়গাতেই মুখ্য চরিত্রের থেকে যেন নেতিবাচক চরিত্র খোঁজার জন্য কাস্টিং ডিরেক্টরের ওপর বেশি চাপ থাকে। কারণ ধারাবাহিকে শয়তানি চরিত্রের মধ্যে কুবুদ্ধি না থাকলে ধারাবাহিক যেন জমে না। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’র নেগেটিভ চরিত্র মিশকা, যার চরিত্রে অভিনয় করছেন অহনা দত্ত। তবে স্টার জলসার আরো এক ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এর এই নেগেটিভ চরিত্রকে কি আপনারা চিনতে পারছেন?

সম্প্রতিই শুরু হয়েছে এই ধারাবাহিক, তবে আসার সাথে সাথেই দর্শকমনে জায়গা করে নিয়েছে কমলা আর মানিকের দুষ্টুমিভরা প্রেম ভালোবাসার গল্প। এমনকি স্লট লিডও করছে এই ধারাবাহিক। জি বাংলার ‘খেলনা বাড়ি’ও বেশ জনপ্রিয় ধারাবাহিক, তবে স্টার জলসা এই স্লট লিড করছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এর দৌলতে। বেশ পছন্দ হয়েছে এই ধারাবাহিক দর্শকদের।

বেশিরভাগ শিল্পীই এখানে প্রাপ্তবয়স্ক নয়, এখনো তাঁরা টিনএজেই আছেন। তবে তাঁরাই সকলের মন জয় করে নিচ্ছে নিজেদের অভিনয়ের মাধ্যমে। মুখ্য চরিত্রের পাশাপাশি ধারাবাহিকে কমলার বৌদির চরিত্র নজর কেড়েছে সকলের। একটি নেতিবাচক চরিত্র এটি, তবে দর্শকদের বেশ চেনা চেনা লেগেছিল এই ক্ষুদেকে। বেশিক্ষণ সময় লাগেনি এটা বুঝতে এটি সেই ক্ষুদেশিল্পী যাকে আমরা দেখেছিলাম ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকে পটলের বোনের চরিত্রে। তুলি নাম ছিল তাঁর, মনে পরে কিছু?

তুলি ছোটো থেকেই ছিল তাঁর বিখ্যাত সঙ্গীতশিল্পী বাবার সাথে, তবে হঠাৎ করে একদিন একজন এসে নিজেকে তার বাবার বড় মেয়ে বলে দাবি করে। তুলিও বুঝতে পারে তার প্রতি তার বাবার ভালোবাসা দিন দিন যেন কমে যাচ্ছে। তাই ছোটো থেকেই সে বদমাইশি করত পটলের সাথে। অভিনেত্রী সিঞ্চনা সরকারকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কমলার বৌদির চরিত্রে। এখানেই বেশ বদমাইশই তিনি। দর্শকদের খুব একটা ভালো লাগেনি এনাকে, আর এটাই তাঁর অভিনয় দক্ষতার স্বার্থকতা। প্রসঙ্গত, গোপাল ভাঁড়ের স্ত্রী পার্বতীর চরিত্রেও আমরা এনাকে দেখেছি।

 

Related Articles