বাংলা সিরিয়াল

এবার ঘোমটা কালি নিজে মাঠে নামল গৌরী আর তার সন্তানকে বাঁচাতে! শৈল মায়ের সমস্ত প্ল্যান বানচাল করতে স্মৃতি ফেরাল ঈশানের

জি বাংলা(Zee Bangla)র পর্দায় সম্প্রচারিত অন্যতম ধারাবাহিক গৌরী এলো(Gouri Elo)। যে ধারাবাহিকের মূল গল্প হলো ভক্তিমূলক। আর ভক্তিমুলক ধারাবাহিক দর্শক খুব তাড়াতাড়ি গ্রহণ করে নেন। ধারাবাহিকের নায়ক এবং নায়িকা হলো ঈশান এবং গৌরী। তবে নায়ক নায়িকার মতই এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ ঘোমটা কালী। আর ভক্তিমূলক সিরিয়াল হওয়ার কারণে মাঝেমধ্যে বিভিন্ন ধরনের অলৌকিক কান্ড কারখানা দেখে থাকেন দর্শক।

আর ঠাকুরকে নিয়ে এই ধরনের ধর্মীয় ব্যাপারে বেশ রেগে যান ভক্তদের একাংশ। তারা বলেন দেবতা নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। পাশাপাশি ধারাবাহিক বন্ধের দাবি উঠেছে একাধিকবার। কিন্তু তারপরেও টিআরপি তালিকাতে এই ধারাবাহিক কিছুতেই এক থেকে পাঁচের বাইরে থাকে না।

যারাই ধারাবাহিক নিয়মিত দেখেন তারা জানেন ইতিমধ্যে ধারাবাহিকের নায়ক অর্থাৎ ঈশান পাহাড় থেকে পড়ে গিয়ে স্মৃতি হারিয়ে গেছে। তাই সে এখন সাধু হয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ তার বাড়ির লোক ভাবছে পাহাড় থেকে পড়ে গিয়ে তাদের ছেলের মৃত্যু হয়েছে। অন্যদিকে গর্ভবতী গৌরী এবং তার সন্তানকে মেরে ফেলার জন্য উঠেপড়ে লেগেছে শৈলমা। নিজের হাতেই বিষ মাখা খাবার তুলে দিয়েছে গৌরীর মুখে।

শুধু তাই নয় গৌরীর বিশ্বাস অর্জন করতে বিষ মাখা ভাত প্রথমে নিজে খেয়েছে। তারপর তাকে খাইয়েছে। যদিও ঘরে এসে সে নিজে আন্টিডোট খেয়ে নিয়েছে। অন্যদিকে বিষ মাখা ভাত খেয়ে ততক্ষণে শরীর অসুস্থ হতে শুরু করেছে গৌরীর। প্রসাদ যন্ত্রনায় ছটফট করছে সে। এমনকি বাড়ির পরিচারকদের টাকা দিয়ে বের করে দিয়েছে। কেটে দিয়েছে ফোনের লাইন।

এমনকি গৌরীর মোবাইল পর্যন্ত নিয়ে নিয়েছে। বাড়ি থেকে বেরোনোর সবরকম চেষ্টা ব্যর্থ হয়ে যখন মোবাইলের কথা ভাবছে তখন সামনে আসে শৈল মা। আর গৌরীর সামনে আসতেই মোবাইল ছুড়ে ফেলে বিষ খাওয়ানোর কথা থেকে শুরু করে নিজের সমস্ত পরিকল্পনার কথা নিজেই স্বীকার করে নেয়। একই সঙ্গে জানিয়ে দেয় ৪৫ মিনিটের মধ্যে সে এবং তার সন্তান দুজনেই মারা যাবে।

তখন গৌরী,শৈল মায়ের কাছে এই মহা পাপের কারণ জানতে চাইলে বলে সে জানতে পেরেছে ঈশানের সন্তান তার মৃত্যুর কারণ তাই কোনভাবে সে তাকে জন্মাতে দেবে না। তখন গৌরী হুংকার দিয়ে জানায় সেই সন্তান জন্ম নেবে এবং শৈল মাকে মারবে। এ কথা শুনে ঘর থেকে পালিয়ে যায় শৈল মা। অন্যদিকে ততক্ষণে শরীর খারাপ করে ঈশানের। আর ঘোমটা কালীর আশীর্বাদে স্মৃতি ফিরে আসে তার। এরপর ঈশান তা স্ত্রী এবং সন্তানকে বাঁচানোর জন্য ছুটে গেছে।

Related Articles