বাংলা সিরিয়াল

‘রোগ কি ছেলেখেলা?লীনা পিসি গল্পের খেই হারালেই টিউমারকে হাতিয়ার করে গল্প এগোন’-ফুলঝুরি, গুনগুন,রাধিকা সবার টিউমার রোগ দেখতে দেখতে বিরক্ত দর্শক!

দিব্যি ছিল রাধিকারাজ জুটি,এক ছাতার তলায় রাধিকা পোখরাজের খুনসুটি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিল ধারাবাহিক। ঠিক ধরেছেন এক্কাদোক্কা ধারাবাহিকের কথা হচ্ছে, অন্যান্য ধারাবাহিকের মতো এই ধারাবাহিকেও নায়ক নায়িকার দূরত্বের পর মান অভিমান বিচ্ছেদ এবং পুনরায় মিল হবে এই আশাতেই দিন গুন ছিলেন দর্শক। কিন্তু কোথায় কি রাধিকার পোখরাজের মধ্যে যে দূরত্ব তিনি সৃষ্টি করেছেন তা মেটানোর কোন নামই নেই! কোথা থেকে আর একটা নতুন নায়ক অনির্বাণ গুহকে নিয়ে চলে এলেন লেখিকা, তারপর পোখরাজের সাথে বিয়ে দিয়ে দিলেন রঞ্জার,আর অনির্বাণ এর সাথে প্রেম দেখিয়ে দিলেন রাধিকার, এখন রাধিকা চরিত্রের প্রতি দর্শকদের সমস্ত ইমোশন যখন ঘেঁটে ঘ হয়ে গেল,তখন রাধিকা চরিত্রটি কে মহান করে তুলতে তার রোগ দেখিয়ে দিলেন লেখিকা। কি রোগ তাও সাধারণ রোগ নয় টিউমার- এখানেই দর্শকদের আপত্তি কোজাগরী, খড়কুটো থেকে শুরু করে আজ এক্কাদোক্কা সব ধারাবাহিকেই এই টিউমার ট্র্যাক দেখতে দেখতে বিরক্ত দর্শকের প্রশ্ন, রোগ কি ছেলেখেলা?-গল্পের খেই হারালেই এই রোগ নিয়ে লিখতে শুরু করেন!

 

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“লীনা ম্যামের সিরিয়ালে সবার টিউমার ধরা পড়ে কেন????
উনি সবসময় “বাস্তবধর্মী” গল্প লেখেন
একবার কলকাতার সরকারি হাসপাতালে গিয়ে দেখে আসুন ক্যান্সার আক্রান্ত হয়ে বা টিউমার ধরা পড়লে কি দূর্দশা হয় তাদের আর তাদের বাড়ির সদস্যদের
তারপর আর এই গল্পের মোড় আনতে ইচ্ছা করবে না
রোহিত সেন, গুনগুন, ফুলঝুড়ি এখন আবার রাধিকা
রোগটা কে ছেলে খেলা বানিয়ে রেখে দিয়েছে পুরো
যখনই গল্প এগোবার জায়গা থাকে না তখনই এই রোগটা নিয়ে চলে আসে
এরকম একটা Sensitive issue নিয়ে বারবার টানাটানি না করলেই নয়”

সোশ্যাল মিডিয়ায় ঐ পোস্টে আরেকজন লিখেছেন যে,“ লীনা দি কিচ্ছু বলার নেই । উনি যখন খেই হারিয়ে ফেলেন তখনই টিউমার কে হাতিয়ার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।”

কেউ আবার লিখেছেন,“ কুসুম দোলা, পূণ্যিপুকুর সবেতেই একই গল্প!ভালো লাগে না”।একজন লিখেছেন,“আমি নিজেই একজন ক্যান্সার পেসেন্ট,এরকম রোগ হলে কতটা কষ্ট হয় সেটা ভাষায় প্রকাশ করার মত না,বাস্তবধর্মী সিরিয়ালে এসব রোগ যে কত টা ভয়াবহ তা সঠিক ভাবে তুলে ধরা হয় না।”

Related Articles