বাংলা সিরিয়াল

‘মাস্টারপিস অভিনয় বোঝেন নি বলেই রূপা গাঙ্গুলীর সুপারম্যাসি কন্ঠকে বিদঘুটে আর জাত অভিনয়কে মাতালের মত লাগে! ভালোই হয়েছে মেয়ে বেলা ছেড়েছে, উনি বেটার কিছু ডিসার্ভ করেন!’রূপা গাঙ্গুলী মেয়ে বেলা ছাড়ায় সমালোচকদেরকে ধুয়ে দিলেন ভক্তরা!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মেয়ে বেলা যখন শুরু হয় তখন এই ধারাবাহিক দেখার অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলীর প্রত্যাবর্তন। যারা ছোটবেলা থেকে রূপা গাঙ্গুলীর অভিনয় দেখে বড় হয়েছেন, সেই ছোটবেলাকার দ্রৌপদী, কপিলাকে টেলিভিশনের ছোট পর্দায় নিত্যদিন দেখার লোভ থেকেই দর্শক মেয়ে বেলার প্রতি আকৃষ্ট হন।

মেয়ে বেলা ধারাবাহিকে বিথীকা মিত্র চরিত্রে অভিনয় করতেন গাঙ্গুলী চরিত্রটি যথেষ্ট জটিল, বিথীকা মিত্র চরিত্রের মধ্যে একটা মানসিক জটিলতা আছে, বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসার পর সংসারে তার সাথে প্রচুর অন্যায় হয়েছে, এই অন্যায়ের সময় তার পাশে সে কাউকে পায়নি এমনকি স্বামী কেউ নয়, তাই তার মনের মধ্যে জমে থাকা খুব দীর্ঘদিনের বঞ্চনা কোথাও না কোথাও গিয়ে তার মনের মধ্যে অস্থিরতার সৃষ্টি করেছিল, মনের মধ্যে থাকা এই অস্থিরতা দীর্ঘদিনের ক্ষোভ বঞ্চনাকে সার্থক রূপ দিয়েছিলেন রূপা গাঙ্গুলী।

কিন্তু তার এই উচ্চমানের অভিনয় অনেক দর্শকের পক্ষেই বোধগম্য হয়নি, বীথি চরিত্রে মানসিক অস্থিরতা কে যেভাবে বিড় বিড় করতে করতে ফুটিয়ে তুলেছিলেন রূপা গাঙ্গুলী তা দেখে অনেকেই রূপা গাঙ্গুলীর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, অনেকেই বলেছিলেন রূপা গাঙ্গুলী জনপ্রিয় অভিনেত্রী হলেও মেয়ে বেলাতে তার অভিনয় পাতে দেওয়ার মত নয়, এই সমালোচনার প্রতিবাদ প্রতিরোধও অবশ্য গড়ে উঠেছিল।

রূপা গাঙ্গুলীর ভক্তরা সমালোচকদেরকে একপ্রকার ধুয়ে দিয়ে বলেছিলেন, বিথী চরিত্রের মানসিক জটিলতা ফুটিয়ে তোলার জন্য রূপা গাঙ্গুলীর এইরকম অভিনয়, এই জাত অভিনয় চেনার দক্ষতা সকলের নেই তাই এরকম দক্ষ অভিনেত্রীর অভিনয়ের সমালোচনা হচ্ছে।- সমালোচকদের সমালোচনা কে উপেক্ষা করেও বিথী চরিত্রে ভিলেন হিসেবে রূপা গাঙ্গুলীর অভিনয় বেশ জনপ্রিয় হয়েছিল, কিন্তু দর্শক এবং সমালোচক দুই পক্ষকেই হতাশ করে মেয়ে বেলা ছাড়লেন রূপা গাঙ্গুলী, বিথীকা মিত্র চরিত্রে এলেন নতুন মুখ অনুশ্রী দাস!

দর্শকরা মর্মাহত কিন্তু সমালোচকরা তো খুশি, তাই বিথী চরিত্রের মুখ পরিবর্তন হওয়ায় সোশ্যাল মিডিয়ায় রূপা গাঙ্গুলীর এক ভক্ত লিখেছেন,“নিন এবার আপনাদের মনের আশা পূরণ হয়েছে।আপনাদের ওনার অভিনয় মাতালের মত লাগে,ঘুমিয়ে অভিনয় করে, কন্ঠ বিদঘুটে কতকিছু বলেই ট্রল করলেন।
মাস্টারপিস অভিনয় মানুষ বোঝেনা,ওনার কণ্ঠই ওনার সুপারম্যাসি,উনি আজও বাংলাদেশে কপিলা হিসেবে সুপরিচিত ।

ভালো হয়েছে, উনি ভাল কিছু ডিসার্ব করেন।
#মেয়েবেলা!”

Related Articles