বাংলা সিরিয়াল

গত বছরে মিঠাইয়ের থেকে অনেকটা এগিয়ে ছিলেন উর্মি! এবছরেও পুরনো কথা মনে করে আবেগঘন দর্শক

বর্তমানে বাংলা বিনোদনের অন্যতম একটি মাধ্যম হলো বাংলা ধারাবাহিক। প্রতি বছর প্রচুর কলাকুশলী যুক্ত হন এই মাধ্যমের সাথে। ধীরে ধীরে তাঁদের মধ্যে কেউ কেউ হয়ে ওঠেন দর্শকের চোখের মনি। এবার সারা বছর ধরে যাঁরা আমাদের বিনোদন উপহার দিচ্ছেন, তাঁদেরকেও সন্মান দেওয়া কর্তব্য থাকে চ্যানেল কতৃপক্ষের। ফলে প্রত্যেক বছর বছর জি বাংলা স্টার জলসার মতো চ্যানেলে অনুষ্ঠিত হয় স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস্, সোনার সংসার অ্যাওয়ার্ডস্ অনুষ্ঠিত হয়। তাছাড়াও রয়েছে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস্ও।

টিআরপি অনুযায়ী যেই ধারাবাহিক যতটা জনপ্রিয় ততই অ্যাওয়ার্ড যায় তাঁদের ঝুলিতে। গত বছরে যেমন সোনার সংসার অ্যাওয়ার্ডস-এ মিঠাই ধারাবাহিকের স্টারকাস্ট ছিল সবথেকে ফেমাস। তাই বেশিরভাগ অ্যাওয়ার্ড যায় তাঁদের হাতে। তবে আরো দুজন ব্যক্তিত্ব আছে যারা ২০২২-এ পেয়েছে একাধিক চ্যানেল থেকে সম্মান। অভিনেত্রী অন্বেষা হাজরা এবং অভিনেতা শন ব্যানার্জী সেই তালিকায় অন্যতম।

অভিনেতা শন ব্যানার্জী পেয়েছে তাঁর দাদু দিদার মতো সৌন্দর্য। তাঁর দাদু হলেন সকলের প্রিয় উত্তমকুমার এবং দিদামা হলেন সুপ্রিয়া দেবী। তাই বোঝাই যায় মেয়েদের মন কেড়ে নিতে শন ব্যানার্জীর একটি ছবিই যথেষ্ঠ। “নেপোটিজমের হাত ধরে তাঁর আগমন হয় এই ইন্ডাস্ট্রিতে”, শুরুতে এমন কথা শুনতে হলেও শন তাঁর অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন ‘মন ফাগুন’, ‘এখানে আকাশ নীল’-এর মতো বিখ্যাত ধারাবাহিকে।

টেলিভিশনের পাশাপাশি অন্যান্য বিভিন্ন প্রোজেক্টেও কাজ করতে এখন ব্যস্ত তিনি। ২০২২ সালেই এই অভিনেতা পেয়েছেন একের পর এক টেলি অ্যাওয়ার্ড। অভিনেত্রী অন্বেষা হাজরাও খুব কম সময়ের মধ্যেই পৌঁছে গেছেন জনপ্রিয়তার শিখরে। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক টিআরপির কারণে আগে আগে শেষ হয়ে গেলেও এই ধারাবাহিকেই কাজ করে তিনি পেয়েছেন একাধিক অ্যাওয়ার্ড। বেঙ্গল টপার মিঠাইয়ের পাশে অন্বেষাই একমাত্র কঠিন লড়াই দেখিয়েছেন।

Related Articles