বাংলা সিরিয়াল

১২ বছর আগের করা একটা ভুল! এখনো ভুলতে পারেননি অভিনেত্রী অন্বেষা হাজরা, ক্ষমাও চাইলেন সকলের সামনে! কী এমন করেছিলেন অভিনেত্রী?

প্রত্যেক মানুষের জীবনে তার স্কুল জীবনকে ঘিরে বিশেষ কিছু স্মৃতি থাকে। যে সমস্ত স্মৃতি মানুষের জীবনের সাফল্য অর্জনের পরেও ভুলতে পারে না। সাধারণ মানুষের পক্ষে তো বটেই সেলিব্রেটিদের ক্ষেত্রেও এর অন্যথা হয় না। সেই সব ছোটবেলার স্মৃতিতে ফিরে যেতে পছন্দ করেন সকলেই। তেমনি অভিনেত্রী অন্বেষা হাজরাও বর্ধমানে নিজের স্কুলে গিয়ে পুরনো দিনের স্মৃতিতে হারিয়ে গেলেন।

প্রসঙ্গত বর্ধমানের মেয়ে অন্বেষা। সেখানেই তাঁর পড়াশোনা, স্কুল জীবন, বেড়ে ওঠা ইত্যাদি সমস্ত কিছুই। চলতি বছরে সরস্বতী পূজা ছিল ২৬শে জানুয়ারি। এই দিন অভিনেত্রী বর্ধমানের নিজের স্কুলে গিয়ে উপস্থিত হলেন। স্কুলের এক দিদির সাথে ছবি পোস্ট করে আবেগপ্রবণ হয়ে পড়লেন তিনি। আবার ১২ বছর আগের করা এক ভুল স্বীকার করে নিলেন।

ছবি পোস্ট করে অভিনেত্রীর স্বীকারোক্তি হিসেবে তিনি ক্যাপশনও লেখেন, ‘কণিকাদির হাত ধরে হস্টেল থেকে বেরিয়ে মহুকুমা হাসপাতাল গেলেও মনে হত পার্কে বেড়াচ্ছি। আসলে আমাদের ওঁর বকুনির ভয়ে কম শরীর খারাপ করত। আজ প্রায় দশ বছর হয়ে গেল ওঁর সেই বিখ্যাত বকুনির। খুব মিস করি আপনাকে’।

অভিনেত্রীর আরো সংযোজন, ‘সে দিনও প্রায় ১২ বছরের পুরনো অপরাধ আপনার কাছে স্বীকার করতে পারিনি – ক্লাস টেনে পড়ার সময় আমি, দাস, রিমা কুন্তলা এবং আরও কয়েক জন মিলে আপনার অনুপস্থিতিতে আম পাড়ার লগা দিয়ে আপনার ঘর থেকে কাচঘরের চাবি চুরি করে ছিলাম টিভি দেখব বলে। দুঃখিত’।

প্রসঙ্গত বর্তমানে অভিনেত্রী টলিউডের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় নাম হয়ে উঠেছেন। ছোটবেলার সেই দুষ্টু মিষ্টি মেয়েটি আজ একজন সফল অভিনেত্রী। আগে বেশ কিছু ধারাবাহিকের অভিনয় করেছেন। তবে শেষবারের জন্য তাঁকে দেখতে পাওয়া গিয়েছিল জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ – তে। মূলত জনপ্রিয়তা অভিনেত্রী পেয়েছেন এই ধারাবাহিকের হাত ধরেই। যদিও তারপর থেকে কয়েক মাস ধরেএখনো অভিনেত্রীকে আর অন্য কোনো ধারাবাহিকে দেখা যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Annwesha Hazra (@annwesha_hazra)

Related Articles