বাংলা সিরিয়াল

‘স্লট না পেলেও জগদ্ধাত্রীর মতো প্রতিপক্ষের বিপরীতে যথেষ্ট টিআরপি বেড়েছে তাও দীর্ঘ দুই মাস পর!’ এতেই খুশি হয়েছেন গাঁটছড়ার ভক্তরা!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া। এই ধারাবাহিক একসময় রীতিমতো বেঙ্গল টপার হত, দীর্ঘ সময় এই ধারাবাহিক স্লট লিড করতো,তবে যখন এই ধারাবাহিকে অতীত track হিসেবে খড়ির মৃত জেঠুকে দেখানো হতে শুরু করলো তখন থেকে এই ধারাবাহিকের টিআরপি তলানিতে গিয়ে ঠেকলো।

দর্শকরা রীতিমতো হতাশ হয়ে গিয়েছিলেন যে, এই ধারাবাহিকের টিআরপি এই রকম ভাবে কমতে থাকলে হয়তো এক সময় টিআরপি দেখে ধারাবাহিকটি শেষ করার সিদ্ধান্ত নেবে চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু তা হয় নি এই ধারাবাহিকের প্রতি আশা রেখেছিলেন চ্যানেল কর্তৃপক্ষ।

তারপর এই ধারাবাহিকের গল্প পরিবর্তন হয়, বেশ কয়েক বছরের লিপ নেয় এই ধারাবাহিক। এই ধারাবাহিকের মেন চরিত্র গুলির লুক বদল করা হয়, গল্পের মধ্যে একটা পরিবর্তন এনে এবং টুইস্ট এনে গল্পের মধ্যে টান টান উত্তেজনা ক্রিয়েট করা হয়। খড়ি মারা যাওয়ার পর মর্ডান রূপে ফিরে আসে ঈশা রূপে, কিন্তু এই ঈশা স্মৃতি ভ্রষ্ট খড়ি না তার আদৌ সমস্ত স্মৃতি আছে, সে ইচ্ছাকৃত সবটা করছে তা বুঝতে পারে না দর্শক।

আবার নতুন করে টানটান গল্প ফিরিয়ে আনার জন্য ধারাবাহিকের টিআরপিও বাড়তে শুরু করে যা যথেষ্ট ইতিবাচক।
স্লট লিড করতে না পারলেও টাফ প্রতিপক্ষ জগদ্ধাত্রীর অপজিটে গাঁটছড়ার টি আর পি বাড়াতেই বেশ খুশি দর্শকরা।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“Hurrah
TRP এক লাফে 6.6 থেকে 7.2
অনেকদিন পর এতটা বাড়তে দেখলাম
অনেকদিন পর আবার আমাদের পুরোনো 7.2 এর ঘরে প্রবেশ করতে পারলো গাঁটছড়া (last October এ পেয়েছিল)এবার যদি এই ধারা টা continue রাখতে পারে আগামী 1-2 সপ্তাহ তাহলে গাঁটছড়া safe জায়গায় পৌঁছে যাবে
তাহলে leap track টা work করলো, lead দের look change করে, গল্পঃ change করে Acropoliis যে এত বড়ো risk টা নিয়েছিল সেটা স্বার্থক হলো তবে Ha এখনো অনেক লড়াই বাকি, কি দিনকাল পড়লো, 7.2 তে এত আনন্দিত হতে হচ্ছে এখনো আগের জায়গায় পৌঁছাতে গেলে গল্পঃ কে interesting আর জমজমাট ভাবে চালাতে হবে। তবে আশা করছি গাঁটছড়া আবার TRP তে তার আগের জায়গা টা ফিরে পাবে ”

Related Articles