বাংলা সিরিয়াল

পর্না সৃজনের সম্পর্কে কাঠি করছে বড় জা! এবার তাকেই ঝ্যাঁটা মেরে ভূত ভাগালো পর্না! ফাটাফাটি এপিসোড আসতে চলেছে আগামী দিনে

বাংলা সিরিয়াল(Bangla Serial) মানে সেখানে বিনোদনের নামে এমন কিছু দেখানো হয় যা হয়তো বাস্তব ক্ষেত্রে ভয়ংকর হলেও। ধারাবাহিককে যেভাবে দেখানো হয় তাদের হেসে খুন হন দর্শক। মাঝেমধ্যেই গল্পকে এমন ভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয় যাতে গল্পের গরু গাছে পর্যন্ত উঠে যায়। আর এই পুরোটাই থাকে বিনোদনের জন্য। সন্ধ্যে হলেই টেলিভিশনের পর্দায় রিমোট হাতে বসে পড়েন বহু মা কাকিমা। এই বিনোদনটা মূলত তাদেরকে উৎসর্গ করেই।

তেমনই বিভিন্ন পারিবারিক ধারাবাহিকের মধ্যে জনপ্রিয় নিম ফুলের মধু(Nim Phuler Modhu)। জি বাংলা(Zee Bangla)র নতুন এই ধারাবাহিক মাত্র তিন মাসের মধ্যে প্রথম পাঁচে টিআরপি তালিকাতে নিজের জায়গা পাকা করে রেখেছে। কারণ ধারাবাহিকে নিত্য নতুন যে গল্পের মোড় আসছে তাতে মাঝে মাঝে রেগে যাচ্ছেন দর্শক আবার মাঝে মাঝে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছেন।

যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন বর্তমানে পর্না এবং সৃজন এই দুজনের মাঝে ভাঙ্গন লাগাতে উঠেপড়ে লেগেছে সৃজনের মা। আর তাকে আরো বেশি করে ইন্ধন যোগাচ্ছে বাড়ির বড় বউ মৌমিতা। কারণ সে শুরুর থেকে চায় তার বোনের সঙ্গেই যেন সৃজনের বিয়েটা হোক। মাঝখানে পর্নার সাথে বিয়ে হয়ে যাবার ফলে সেটাও ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে সে।

তাই সৃজনকে ভুল বুঝিয়ে পর্নার মিথ্যে বিয়ের ছবি দেখিয়ে তাকে আবার বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করেছে। এবং এবারে পাত্রী হিসেবে তিন্নিকেই। তবে পর্না আগেই আন্দাজ করতে পেরেছিল যে কিছু একটা ঘটতে চলেছে। বিশেষ করে তার সকালের স্বপ্ন সেই ঘটনাটা আগে থেকেই আভাস দিয়ে দিয়েছিল। যখন দেখে তার স্বামী বিয়ের পিঁড়িতে বসে রয়েছে তাও তিন্নির সঙ্গে। এবং পাশে ভন্ড মা মাতঙ্গী সেজে বসে রয়েছে মৌমিতা তখন তার মাথার তার কেটে যায়। তখন সে নিজেও মা ভৈরবী সেজে লম্বা জটা লাগিয়ে কপালে সিঁদুর লেপটে হাজির হয় আরো বড় যোগিনী হিসেবে।

শুধু তাই নয়, তার বড়জায়ের ফাঁদ বুঝতে পেরে তাকি ঝাঁটা নিয়ে মারতে ছোটে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যেতে চলেছে এই এপিসোড। যা দেখার জন্য ইতিমধ্যে মুখিয়ে রয়েছেন দর্শক। আবার অনেকে হাসতে হাসতে পেট ফেটে গিয়েছে। অপেক্ষায় রয়েছেন কবে দেখবেন ধারাবাহিক টিভি পর্দায়।

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)

Related Articles