বাংলা সিরিয়াল

‘দুটোই লীনা গাঙ্গুলীর লেখা! তবু জলনুপূরের পারি পাগলীর মতো হতে পারে নি মিনি’-সোশ্যাল মিডিয়ায় লিখলেন এক নেটিজেন!

একটি ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার বহুবছর পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় সেই ধারাবাহিক নিয়ে আলোচনা হয়, যেমন জি বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক মোহনা শেষ হয়ে যাওয়ার পরও আজও দর্শক হৃদয়ে এই ধারাবাহিক স্থান করে আছে, কারণ এই ধারাবাহিকের অভিনব বিষয়বস্তু এবং পার্নো মিত্র ও অন্যান্য কলাকৌশলীদের অসম্ভব দারুন অভিনয়। তেমনি স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক ‘মা’, ‘ওগো বধূ সুন্দরী’। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোন ধারাবাহিকের নায়ক নায়িকার থেকেও কোন একটি চরিত্র দর্শক মনে বিশেষ ভাবে দাগ কাটে, যেমন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক জল নুপূরের ‘ পারি ’ চরিত্রটি।

এই চরিত্রটি অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য, বর্তমানে এইরকমই একটি চরিত্র স্টার জলসায় করছেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস,ধুলোকণা ধারাবাহিকের মিনি চরিত্রটি করছেন তিনি। দুটো চরিত্র অনেকখানি একই রকম তাই হয়তো বহুবছর পর জল নুপুরের পারি আর ধুলো কণার মিনি চরিত্রের তুলনা টেনে একজন লিখলেন, “ চাইলেই কি আর জল নুপুরের পারি পাগলির মতো হওয়া যায়??
পারি পাগলি একটা ইতিহাসের নাম।
পারি পাগলি একটাই।
তার প্রতিরূপ তৈরি করা যায় না

হতে পারে একই লেখিকার দুজনেই।
কিন্তু তবুও সেটা সম্ভব নয়”

এই পোস্টে সহমত পোষন করে একজন লিখেছেন, “ অপরাজিতা ma’am এর সাথে তুলনা চলে না কিন্তু মিনি নিজের মতো করে দুর্দান্ত করছে খুব ভালো বলবো না কিন্তু খারাপ বলা চলে না.. বেশ ভালোই করছে”

একজন সেই পোস্টটি দেখে কমেন্টে লিখেছেন, “ দুটো চরিত্রই পারমিতার একদিন সিনেমায় সোহিনী সেন গুপ্ত অভিনীত চরিত্র দ্বারা অনুপ্রাণিত। সোহিনী র অভিনয় জীবন্ত, কিন্তু বাকি দুজনের মেলো ড্রামাটিক, বিশেষ করে প্রীতির। অপরাজিতার অভিনয় মন্দ নয়, দর্শক পছন্দ করেছিল। সিরিয়াল দেখেই হয়তো এতো উগ্র অভিনয়।”

Related Articles