বাংলা সিরিয়াল

‘মিঠি যদি মিঠাই না হয় তাহলে সে যেন শুধু শাক্যর বন্ধু হয়েই থাকে! মিঠি আর সৌমি দুজনেই থার্ড পারসন সিদ্ধার্থের কাছে! শাক্যর দোহাই দিয়ে মিঠিকে মিঠাইয়ের জায়গাটা দিয়ে দেবেন না’ নির্মাতাদের কাতর অনুরোধ করছেন মিঠাই ভক্তরা!

কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে, রাত আটটা থেকে সন্ধে ছয়টার স্লটে গিয়েও মিঠাই নিজের কামাল দেখিয়ে দিয়েছে, সন্ধে ছটা স্লট কেড়ে নিয়ে এসে প্রমাণ করেছে দেড় বছর পরেও সে অপ্রতিরোধ্য। গল্পে আগের মতই টানটান উত্তেজনা ফিরে এসেছে।

মিঠাই মারা গেছে গল্প এগিয়ে গেছে বেশ কয়েক বছর। সিদ্ধার্থ ও মিঠাইয়ের সন্তান শাক্য‌ও বড় হয়ে গেছে। গল্পে এখন একটা অন্যরকম টুইস্ট এসেছে। মনোহরায় শাক্যর নতুন টিউটর হয়ে জয়েন করেছে মিঠি সে একেবারেই মিঠাইয়ের মত দেখতে কিন্তু মিঠাইয়ের কোন গুন‌ই তার নেই।

মিঠি তার বাবার থেকে পালাচ্ছে, বাবার থেকে পালানোর এই কাজে মিঠিকে প্রতিমুহূর্তে সাহায্য করছে মনোহারা পরিবারের প্রতিটি সদস্য। মিঠির বাবা যেন মিঠিকে চিনতে না পারে তাই সবাই মিলে তাকে মিঠাই সাজিয়েছে মিঠাইয়ের কাপড়, গয়না পরিয়ে, মিঠাইয়ের মতো লুক দিয়ে।

সিদ্ধার্থ এই বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছে না কারণ তার স্ত্রীর জায়গায় সে কখনো কাউকে বসাতে পারবে না এবং এই নাটকে তাই সে অংশগ্রহণ করতে চায় না, কিন্তু শাক্য মিঠিকে ভালোবাসে তাই শাক্যর দোহাই দিয়ে সিদ্ধার্থকেও এই নাটকে অংশগ্রহণ করতে হচ্ছে নিজের মনের বিরুদ্ধে গিয়ে। এইখানেই মিঠাই ফ্যানদের সবথেকে বড় আপত্তি, তারা মিঠাইয়ের জায়গায় যেখানে কাউকেই দেখতে চায় না সেখানে শুধুমাত্র মিঠাইয়ের মতো দেখতে বলেই তারা মিঠিকে মানতে পারছে না।তাদের কাছৈ সৌমি আর মিঠি এক, সিদ্ধার্থের কাছেও তাই, কারণ তারা কেউই মিঠাই নয়।

তাই মিঠাই ফ্যানদের দাবি নয় মিঠিকে মিঠাই প্রমাণ করা হোক, নয় মিঠিকে মিঠি সাজিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক।তারা মিঠাইকেই চাই মিঠাই এর মতো দেখতে অন্য কাউকে নয়। একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে,
“ “মিঠাই ও মিঠি ” দুটো চরিত্রই সৌমিতৃষা তার অভিনয় দক্ষতা দিয়ে ভীষণ সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে এতে কোনো দ্বিমত নেই। মিঠি কে আমরা সাদরে গ্রহণ করেছি, ভালোবেসেছি but makers রা মিঠি কে কেন মিঠাই এর জায়গায় বসাতে চাইছেন বুঝতে পারছি না।

শুধু তাই নয় শাক্যর জন্য sid কেও বাধ্য করছেন এই নাটক টা মেনে নিতে কিন্তু কেন? মিঠি যদি মিঠাই হয়েও থাকে তাহলেও তো সে এখন একটা অন্য মানুষ তাকে কেন মিঠাই এর জায়গায় বসানো হচ্ছে? কেন শাক্য মিঠির সাথে এইভাবে জড়িয়ে পড়ছে? কেন বাড়ির লোকেরা মিঠি কে নিয়ে এত বাড়াবাড়ি করছে?? কেন sid এর emotions এর কোনো দাম দেওয়া হচ্ছে না? আমরা মিঠাই fans রা এটা কিছুতেই মানতে পারবোনা। makers দের কাছে humble request মিঠি যদি মিঠাই হয় তাহলে তার কিছু hints আমাদের দিন, আর তা যদি নাহয় তাহলে দয়া করে মিঠি কে শাক্যর বন্ধু হয়েই থাকতে দিন। মিঠি যেন শাক্য বা সিদ্ধার্থর life এ মিঠাই এর জায়গাটা না নেয়। আপনারা plzz আমাদের এইটুকু emotions এর দাম দিন its a humble request ”

Related Articles