বাংলা সিরিয়াল

‘গুড্ডি থেকে মিঠি নাম কপি করা হলে বলতে হয় ‘কি করে বলবো তোমায়’ থেকে কপি করা হয়েছে এক্কাদোক্কার রাধিকা নাম!’ মিঠি নাম নকল বিতর্কে ধুয়ে দিলেন এক মিঠাই ভক্ত!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে যে, নতুন একটি প্রোমো দিয়েছে এবং সেই প্রোমো দেওয়ার পরই চারিদিক থেকে নানান রকম কথা শোনা যাচ্ছে। এই প্রোমো তে দেখা যাচ্ছে যে মিঠাই মারা গেছে আর এই ধারাবাহিকটা বেশ কয়েক বছর এগিয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে যে মিঠাইয়ের ছেলে শাক্য বেশ বড় হয়ে গেছে এবং সে খুব দুরন্ত হয়ে গেছে। এই দুরন্ত ছেলেটিকে সামলানোর জন্যই নতুন টিচার এনেছে সিদ্ধার্থ সে যদি সামলাতে না পারে তাহলে শাক্যকে বোর্ডিং এ পাঠিয়ে দেবে সিড।

এর পর ধারাবাহিকে দেখা যাচ্ছে যে নতুন টিচার হয়ে এন্ট্রি নিচ্ছে মিঠি। অবিশ্বাস্য ভাবে তাকে হুবুহু মিঠাইয়ের মতো দেখতে, খালি তার লুকটা ভীষণ ভাবে আধুনিক। এই ট্রাকটি আসার পরে অনেকেই বলছেন যে এই ঘটনাটা সাঁঝের বাতির নতুন পৃথিবীর নকল তো কেউ আবার বলছেন যে এই বিষয়টা খড়কুটোর নকল।

মিঠাই ফ্যানদের বক্তব্য যে এইরকম ট্র্যাক সাঁঝের বাতি এবং খড়কুটোর আগেও বহু সিরিয়ালে এসেছে, যেমন জয়ী সিরিয়ালে এরকম গল্প লক্ষ্য করা গিয়েছিল তাই দু-একটা বিষয় মিলে গেলে এইভাবে কপি কপি বলে চিল্লানোর কিছু নেই। সাজ পোশাক লুকের এবার আবার একদল নাম নিয়ে পড়েছে।

তাদের বক্তব্য মিঠি নামটুকু নকল করা। এই বিষয়ের প্রতিবাদ করে একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “কিছু দর্শক যে গলা ফাটিয়ে বলছেন গুড্ডি থেকে লাভলি দির মিঠি নামটা কপি করলো মিঠাই, তাহলে কি করে বলবো তোমায় থেকে এক্কা দোক্কা তে সোনা দির নাম রাধিকা এটাও কি কপি, পৃথিবীতে একই নাম হাজার লোকের থাকে তাহলে ধারাবাহিকে কেনো থাকতে পারে না, আমি কিন্তু এখানে এক্কা কে টানিনি জাস্ট একটা উদাহরণ দিলাম কারণ আমি নিজেই এক্কা দোক্কা ফ্যান ।”

Related Articles