বাংলা সিরিয়াল

‘মিঠাই কে দুর্বল প্রতিপক্ষ ভেবো না! সন্ধ্যার স্লট পার্মানেন্টলি গেল মনে হয়!’-ছয়টার স্লটে মিঠাই ম্যাজিক দেখে বলছেন ধুলোকনা ফ্যান!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই রাত আটটার স্লটে যখন স্লট হারা হচ্ছিলো তখন অনেকেই বলেছিল এই ধারাবাহিকের আর ঘুরে দাঁড়ানোর ক্ষমতা নেই। এরপর এই ধারাবাহিকের স্লট পরিবর্তন হয় সন্ধ্যে ছটায় যায় এই ধারাবাহিক আর স্লট পরিবর্তন হওয়ার পরেই এই ধারাবাহিক নিজের পুরোনো ম্যাজিক দেখাতে শুরু করে।

যার ফল অপ্রত্যাশিতভাবে ফলেছে টিআরপিতে,মিঠাই এর টি আর পি যেখানে ৭.০০, সেখানে নবাব নন্দিনী টিআরপি ৫.৭। একটা সময় অনেকেই ভেবেছিল যে ধুলোকণার কাছে হেরে গিয়ে স্লট চেঞ্জ হচ্ছে মিঠাইয়ের তাই নবাব নন্দিনী সহজেই এই ধারাবাহিককে হারিয়ে ফেলবে। কিন্তু মিঠাই যে সহজ প্রতিপক্ষ নয় তা অচিরেই সকলে বুঝতে পারলেন।

একজন ধুলো কণা ফ্যান নবাব নন্দিনী র ফ্যানদের উদ্দেশ্যে প্রকাশ্যে লিখেছেন, তারা খুব ভালো করেই জানে যে মিঠাই ধারাবাহিকটা কতটা শক্তিশালী একটি প্রতিপক্ষ, তাই এই ধারাবাহিকটিকে হেলাফেলা করা কখনোই উচিত নয় আর এরকম একটি শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে জয় একদিনে আসবে না, এর জন্য ধৈর্য ধরতে হবে। ওই ফ্যান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,“ আমি নবাব-নন্দিনীর সাপোর্টে ছিলাম।তবে আজকে একটা কথা না বললেই নয় মিঠাইকে কেউ হালকাভাবে নিও না বস।

আমরা রিয়েল ধূলো ফ্যানরা জানি মিঠাই কি ছিল।তাই ধূলো যখন স্লট পেত না মিঠাই এর কাছে আমরা ধৈর্য্য ধরতাম।কারণ এমন শক্তিশালী প্রতিপক্ষের থেকে ধূলো প্রোগ্রেস করেছে শুরু থেকে সেটাই সন্তুষ্ট হয়েছি।

অনেকে ভেবেছিল মিঠাই ধূলোর কাছে স্লটহারা তাহলে তো এসভিএফের কাছে উড়ে যাবে।কিন্তু আজকে সব প্রমাণ হয়ে গেল যে মিঠাই কেমন প্রতিপক্ষ।আর ধূলোকণা কি পরিমাণ ফাইট ফিরিয়ে দেওয়া প্রতিপক্ষ।

সন্ধ্যার স্লট পার্মানেন্টলি গেল মনে হয়!

আমি চাই জলসা আবার ফিরুক।শীঘ্রই ফিরুক নিজের ছন্দে”

Related Articles