বাংলা সিরিয়াল

নাম্মা, কাম্মা শুনতে কেমন লাগে! টিআরপিতে ভালো ফল করলেও সোহাগ জলের নাম্মা, কাম্মা উচ্চারণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে হাসাহাসি!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক সোহাগ জল। এই ধারাবাহিকের জুঁই আর শুভ্র রসায়ন অন্যান্য সকল ধারাবাহিকের নায়ক নায়িকার রসায়নের থেকে একটু আলাদা। কারণ এই ধারাবাহিকে দেখানো হয়েছে জুঁই এমন একজন মেয়ে যে ভীষণ কথা বলতে ভালোবাসে, অন্যদিকে শুভ্র হল এমন একজন যে ভীষণ চাপা প্রকৃতির তার মনের মধ্যে কি চলছে তা কেউ বুঝতে পারে না।

অনেক স্বপ্ন এবং আশা নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছে জুঁই, কিন্তু শুভ্র কিন্তু কোন ভালবাসা থেকে এই বিয়েতে বসে নি, নায়িকার বাবার অনেক জমি আছে এটা জানতে পেরে এক রকমের লোভ থেকে প্রোজেক্ট হ্যান্ডেলের বিষয় থেকে সে এই বিয়েটা করছে।

তাই জুঁইয়ের কাছে বিয়েটা যেখানে স্বপ্ন পূরণ শুভ্রর কাছে বিয়েটা হল এক অর্থের লোভ স্বার্থপরতা। তাই স্বাভাবিকভাবেই এই দুই চরিত্রের মধ্যে সংঘর্ষ বাঁধতে বাধ্য আর ধারাবাহিকের শুরু থেকে এটা আন্দাজ করা যাচ্ছে, কারণ এই ধারাবাহিকের প্রোমোতেই দেখিয়েছিল যে, এই ধারাবাহিকে নায়ক নায়িকার বিচ্ছেদ হবে, এই বিচ্ছেদ আসলে কাছে আসার জন্য। এই গল্পটা আসলে দূরে গিয়ে কাছে আসার গল্প।

বিয়ের পর জুঁই যখন বুঝতে পারবে শুভ্র এবং তার মধ্যে অনেকখানি দূরত্ব রয়েছে তখন সে নিজে থেকেই বাড়ি এবং তার সংসার ছেড়ে আসার সিদ্ধান্ত নেবে, কারণ সে বিশ্বাস করে দূরে গেলেই কাছে আসা যায়। শেষ পর্যন্ত তাদের এই ভাঙাচোরা সম্পর্ক মেরামত হবে কিনা তা জানতে গেলে গল্পটা দেখতে হবে তবে বর্তমানে এই ধারাবাহিকের যে কটি এপিসোড চোখে পড়েছে তার মধ্যে নজর কেড়েছে এই ধারাবাহিকের উচ্চারণ!
একজন নেটিজেন যেমন লিখেছেন,“সোহাগ জল এ
নাম্মা,কাম্মা,জেম্মা ডাক গুলো কেমন লাগে? জেম্মা আগেও শুনেছি বাকিদুটো ডাক প্রথম শুনছি”

Related Articles