বাংলা সিরিয়াল

‘জগদ্ধাত্রীর পুরো গুষ্টিই সব অ্যাওয়ার্ড ডিজার্ভ করে’ – আসছে জি বাংলার ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’, নেগেটিভ চরিত্রে হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই! এই নিয়ে শুরু সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং

ধারাবাহিক এমন একটি বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে যে সকলেই সারা দিনের কাজের পর একটু স্বস্তি পেতে ধারাবাহিক দেখতে বসেন। বিশেষত ধারাবাহিকে বাড়ির মা কাকিমাদের জন্য সন্ধ্যার রসদ। প্রত্যেক দিনের জীবনের অঙ্গ হয়েছে এই সব গল্প। আর সময়ের সাথে সাথে ধারাবাহিকের চরিত্র এবং অভিনেতা অভিনেত্রীরাও যেনো প্রত্যেক ঘরে নিজেদের মানুষ হয়ে ওঠেন। তবে যাঁরা প্রত্যেক দিন আমাদের বিনোদন দিয়ে থাকেন তাঁদেরকেও সম্মান দিতে আসছে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড।

ইতিমধ্যেই জি বাংলার সোনার সংসারের প্রোমো প্রকাশিত হয়েছে। প্রথম ঝলকেই একেবারে জমজমাটি পর্ব নিয়ে এসেছে ২০২৩ এর জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড। সেখানে উপস্থিত ছিলেন ঊর্মি থেকে সাত্যকি, গৌরি, ঈশান, মিতুল, মিঠাই, সিড , পিলু, মল্লার। এছাড়াও ছিলেন লিলি চক্রবর্তী, নিম ফুলের মধু ধারাবাহিকের অন্যান্য তারকা। সোহাগজলের শ্বেতা, জগদ্ধাত্রীর স্বয়ম্ভূ ছাড়াও আরও অনেকে। দেখা গিয়েছিল বড় পর্দার বেশ কিছু কলাকুশলীকে।

নন ফিকশন শোগুলির মধ্যে ছিলেন সঞ্চালিকা অপরাজিতা আঢ্য। যিনি এখানেও সঞ্চালিকা হিসেবে থাকছেন। ডান্স বাংলা ডান্সের বিচারক শুভশ্রী ও সঞ্চালক অঙ্কুশও ছিলেন সেই ভিডিওতে। তবে এই অ্যাওয়ার্ড শোতে সন্মানিত করা হয় পজিটিভ থেকে নেগেটিভ সকল চরিত্রকে। কারণ শুধু একটা ইতিবাচক চরিত্র দিয়ে কখনো একটা গল্প দাঁড়ায় না। এই নেতিবাচক চরিত্র গুলির জন্য একটা চরিত্র নায়ক কিংবা নায়িকা হয়ে ওঠে।

যদিও এবারের ধারাবাহিক গুলোতে এতো বেশি নেতিবাচক চরিত্র। এবং প্রত্যেকটা একে অন্যকে টেক্কা দেওয়ার মতো। তাই কাকে ছেড়ে কাকে যে বেস্ট হওয়ার পুরস্কার দেবে এটা নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে। অন্যদিকে জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’তে নেগেটিভ চরিত্রের ছড়াছড়ি। তাই এই নিয়ে একজন খিল্লি করেছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, ‘জী বাংলার সোনার সংসারে এবার নেগেটিভ এর অ্যাওয়ার্ড নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে। জগদ্ধাত্রীর পুরো গুষ্টিই সব অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। দুদিন পর দেখা যাবে বাড়ির কাজের লোকটাও ভিলেন হয়ে গেছে’।

Related Articles