বাংলা সিরিয়াল

“ধারাবাহিকের নাম ‘গৌরী এলো’ থেকে বদলে দিতে পারেন তো ‘যেমন খুশি তেমন সাজো’-তে” – ধারাবাহিকের নতুন ট্র্যাক দেখে এমনই কথা শুনতে হচ্ছে ‘গৌরী এলো’ ধারাবাহিককে, ডাক্তার থেকে সোজা সন্ন্যাসী, কোনো মানে হয়?

টিআরপি তালিকায় ভালো ফলাফল করে এই ধারাবাহিক, তবুও যেন ট্রোলিং কম হচ্ছে না এই ধারাবাহিককে নিয়ে। শুরু থেকেই টিআরপি ভালোরকমই ছিল, তবে ট্রোলিংও চলত নিয়ম করে। ধারাবাহিকের শুরুতে বিখ্যাত সার্জেন ছিল ডাক্তার ঈশান ঘোষাল, যে কেবলমাত্র বিজ্ঞানে বিশ্বাস করে, ভগবান বলে কোনো আধ্যাত্মিক শক্তি আছে এমনটা মানতে সে নারাজ ছিল। তবে ঈশানের বিপরীতে ছিল গৌরী, যে প্রতিজ্ঞা করেছিল ডাক্তারবাবুকে বিশ্বাস করাবে যে ভগবান আছে।

ধারাবাহিকের বর্তমান ট্র্যাকে দেখা গেছে ঈশান এখন বিশ্বাস করা শুরু করেছিল গৌরীর ভাবনাচিন্তায়। তবে শৈলমা যে ধারাবাহিকের খলনায়িকা, ঈশানকে কেড়ে নিয়েছে গৌরীর থেকে। খাদের কাছে দাঁড়িয়ে ছিল ঈশান, আর তখনই শৈলমার ঠিক করা এক ভন্ড সন্ন্যাসী গিয়ে ঈশানকে ধাক্কা মেরে নীচে ফেলে দেয়, আর চিরতরে শেষ করে ঈশানের গল্প। গৌরী ওদিকে সাদা শাড়ি পরতেও শুরু করেছে কারণ সে এখন বিধবা। প্রসঙ্গত গৌরীর সাজ দেখেও ট্রোল হতে হয়েছিল ধারাবাহিককে।

তবে কোনো ধারাবাহিকেই না গল্পের নায়ক মরে না নায়িকা, মরলেও‌‌ তারা ফিরে আসে কোনো না কোনোভাবে। দর্শকরাও তাই সেই অপেক্ষাতেই বসে ছিল কবে তাদের ডাক্তারবাবু আবার ফিরে আসবে, গৌরীরও ছিল সেই একই অবস্থা, ডাক্তারবাবুকে ছাড়া সে নিজের প্রাণত্যাগ করবে এমনও কথা ভাবছিল সে। তবে শৈলমা নিজেই প্ল্যান করে সরাতে চায় গৌরীকে। গত পর্বে দেখা গিয়েছে গৌরীকে প্রাণে মারার জন্য আগে থেকে রেলিং কেটে রেখেছে সে, আর গৌরী সেখান থেকে নীচেও পড়ে গিয়েছে, তবে কিছুই হয়নি তার, কারণ নীচে রাখা ছিল একটি ফুলের বিছানা।

এদিনের পর্বে দেখা গেল ঈশান ফিরে এসেছে, তবে ডাক্তার রূপে নয় বরং সন্ন্যাসী সাজে। দেখা গেছে কোনো এক দূরের গ্রামে বটতলার নীচে প্রায় প্রত্যেকদিনই ভীড় জমে যায়, কারণ এক নতুন সাধক এসে বসেছে সেখানে, যেখানে সে এক নাগাড়ে করে চলে তপস্যা। তবে চোখ খুলে কারোর দিকে তাকালেই তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আর এ দেখেই হাসির ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। একদিকে শৈলমা, আবার গৌরী, আর এখন ঈশান, যখন যে পারছে যা ইচ্ছা সেজে চলে আসছে। আর তাই শুনতে হলো কটাক্ষ যে, “ধারাবাহিকের নাম ‘গৌরী এলো’ থেকে বদলে দিতে পারেন তো ‘যেমন খুশি তেমন সাজো’-তে”।

Related Articles