বাংলা সিরিয়াল

অসহ্য গরমকে উপেক্ষা করে বিনোদন দিয়ে যাচ্ছেন মায়ের বাবু- জগদ্ধাত্রী-স্বয়ম্ভুরা! সুস্থ থাকতে কি কি নিয়ম মেনে চলছেন তারকারা?

ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন কলকাতার গরম টেক্কা দিয়ে দিয়েছে মরুভূমিকেও। শতাব্দীতে এমন গরম এর আগে দেখেছে কিনা সাধারণ মানুষ মনে করতে পারছে না। একেবারে হাঁসফাঁস করার মতন অবস্থা। পরিস্থিতি দিনের পর দিন জটিল হয়ে যাচ্ছে। এসবের মধ্যে দাঁড়িয়েও কিন্তু বিনোদনে কোনরকম খামতি দিচ্ছেন না আমাদের পছন্দের তারকারা। সমস্ত গরমকে উপেক্ষা করেই তীব্র গরমের মধ্যেই ইনডোর আউটডোর শুটিং করে চলেছেন তারা।

নিম ফুলের মধু ধারাবাহিকের সৃজন ওরফের রুবেল আপাতত ইন্দ্রপুর স্টুডিওতে ব্যস্ত। কিন্তু এত গরমের মাঝে নিজেকে কিভাবে সামনে রাখছেন শুটিং সেটে। সংবাদমাধ্যমকে জানিয়েছেন মাঝেমধ্যে এসির সমস্যা দেখার দিচ্ছে তাই পাখা চালিয়ে শুটিং করতে হচ্ছে। মেকআপ করে শুটিং করা আরো কষ্টকর কারণ তাতে লোমকূপ বন্ধ হয়ে যাচ্ছে। সব সময় জল খাচ্ছেন সঙ্গে হালকা খাবার। কাছে রাখছেন ওআরএস।

অন্যদিকে জি বাংলার অপর জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী যেখানে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। এক দুর্ধর্ষ ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। তবে এখানে আবার তার দ্বৈত ভূমিকা। একবার জগদ্ধাত্রী মুখার্জি অন্যদিকে জ্যাস সান্যাল। অভিনেত্রীর কথা অনুযায়ী, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুটিং করা সত্যিই কষ্টকর। তার মধ্যে আবার এখন বিয়ে বাড়ির সিজন চলছে। দর্শকদের কথা মাথায় রেখেই অনুপ্রেরণা পাচ্ছেন তিনি। প্রচুর জল খেয়ে নিজেকে সুস্থ রাখছে না আপাতত সকলের প্রিয় জগদ্ধাত্রী।

অন্যদিকে স্বয়ম্ভু যার ভূমিকায় রয়েছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। টানা ১০-১২ ঘন্টা ধরে শুটিং করতে হচ্ছে তাকেও। ঠাকুরপুকুরে বলাকার কাছে স্টুডিও। যতটা পারছেন এসিতে থাকার চেষ্টা করছেন। সঙ্গে জল রাখছেন। হালকা খাবার খাওয়ার চেষ্টা করছেন সেই সঙ্গে প্রচুর ডাবের জল। তবে শরীরকে তরতাজা রাখতে নিয়ম করে ঘন্টাখানেক রাতে জিম করে নিচ্ছেন সৌম্যদীপ।

Related Articles