বাংলা সিরিয়াল

এবারের টিআরপি তালিকা থেকেই বাদ হয়ে গেল একসময়ের বেঙ্গল টপার ‘মিঠাই’, আবারো প্রথম স্থান ছিনিয়ে নিল স্টার জলসার ‘ধুলোকণা’

আরো একবার বাংলার সব ধারাবাহিক কে হারিয়ে দিয়ে বেঙ্গল টপার স্টার জলসার ধুলোকনা। লালন ফুলঝুরি তাদের নতুন জীবনের গল্প নিয়ে আরো একবার সকলকে পিছনে ফেলে দিল এই ধারাবাহিক। ওদিকে ধীরে ধীরে TRP তালিকায় উপরে উঠে আসছে জগদ্ধাত্রী, গৌরী এলো, অনুরাগের ছোঁয়া। আজ বৃহস্পতিবার টিআরপি লিস্ট বেরোনোর দিন। প্রত্যেক দর্শকই অধীর আগ্রহে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন এটাই দেখার জন্য যে তাদের পছন্দের ধারাবাহিকগুলি TRP তালিকার কোন জায়গা দখল করে নিল। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক এক নজরে আজকের সপ্তাহের TRP লিস্ট

এই সপ্তাহের বাংলার সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছে –
প্রথম: ধুলোকনা ৮.০
দ্বিতীয়: অনুরাগের ছোঁয়া ৭.১
তৃতীয়: জগদ্ধাত্রী ৭.০
চতুর্থ: গৌরী এলো ৬.৯
পঞ্চম: আলতা ফড়িং ৬.৬
ষষ্ঠ: মাধবীলতা /এক্কাদোক্কা
সপ্তম: গাঁটছড়া
অষ্টম: সাহেবের চিঠি
নবম: লক্ষ্মী কাকিমা সুপারস্টার
দশম: নবাব নন্দিনী

এই সপ্তাহে প্রথম দশের মধ্যে এই কয়টি ধারাবাহিক থাকলেও প্রথম দশে জায়গায় করে নিতে পারেনি একসময়কার বেঙ্গল টপার মিঠাই। মিঠাইয়ের হাল এতটাই খারাপ যে সম্ভবত আর কয়েক সপ্তাহ বাদে এই ধারাবাহিক শেষ করে দিতে হবে। ইতিমধ্যেই ধারাবাহিকের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে সময় পরিবর্তন হয়েছে। প্রাইম টাইম থেকে সরিয়ে দেওয়া হয়েছে মিঠাইকে। এছাড়াও টিআরপি লিস্টে জায়গা করে নিতে পারেনি এই পথ যদি না শেষ হয়।

আর ওদিকে নন ফিকশন শো গুলির মধ্যে টিআরপি তালিকার টপে বরাবরের মতোই রয়েছে দিদি নাম্বার ওয়ান।

NON FICTION
দিদি No.1 [সানডে ধামাকা] (৫.৪)
সা রে গা মা পা (৫.৩)
Dance Dance Junior (৪.৯)
রান্নাঘর (১.০)

Related Articles