বাংলা সিরিয়াল

‘প্লিজ মেয়েবেলা শেষ করবেন না, এই একটা ধারাবাহিকই দেখি’-অভিনবত্বের দিশারী মেয়ে বেলা শেষ না করার কাতর আবেদন দর্শকের!

আগামী ১২ই জুন থেকে স্টার জলসার আসছে নতুন আসা ধারাবাহিক সন্ধ্যাতারা, এই ধারাবাহিকের টাইম স্লট ঘোষণা হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায়। সাড়ে সাতটায় বিগত পাঁচ মাস ধরে একটি নতুন ধারাবাহিক হচ্ছিলো, ধারাবাহিকটির নাম মেয়ে বেলা, টিআরপি ম্যাটেরিয়াল গল্প, এক নায়কের তিনবার বিয়ে, ইত্যাদির বাইরে গিয়ে মেয়েবেলা কর্তৃপক্ষ একটা স্বচ্ছ গল্প দর্শকদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছিলেন এবং এই গল্প দর্শকদের মধ্যে প্রচুর মানুষের পছন্দ হয়েছিলো। প্রচুর মানুষ এই মেয়ে বেলা ধারাবাহিকের হাত ধরে নতুন করে আবার টেলিভিশন মুখী হয়েছিলেন, যে সকল দর্শকরা ওয়েব সিরিজ দেখে সময় কাটাতেন তারা মেয়েবেলার মধ্য দিয়ে খুঁজে পেয়েছিলেন টেলিভিশনের আভিজাত্যকে, কিন্তু টিআরপি মেটেরিয়াল ছিল না বলে মেয়ে বেলা স্লট পায় নি আর এখন মেয়ে বেলার স্লটে অন্য ধারাবাহিকের ঘোষণা করে দিলেও মেয়ে বেলার টাইম স্লট এখনও ঘোষণা করেনি, তাই দর্শক অনুমান করছেন এই গল্প শেষ করে দেওয়া হবে।

কিন্তু মেয়ে বেলা শেষ হ‌ওয়ার কথা শুনে দর্শক সোশ্যাল মিডিয়ায় কাতর আবেদন শুরু করেছেন যে তাদের পছন্দের এই ধারাবাহিক যেন শেষ না করা হয়। আশ্চর্যের বিষয় হলো,মেয়েবেলা ভক্ত না হয়েও অনেকেই মেয়ে বেলার পক্ষ নিয়ে কথা বলেছেন।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,
“প্রসঙ্গ #Meyebela & #Gatchora

আজ অবধি কখনোই মেয়েবেলা কে সাপোর্ট করিনি কিন্তু একটা কথা না বললেই নয়, পাঁচ মাস লঞ্চ করা একটা শো বন্ধ হবার চেয়ে প্রায় দেড় বছর এর একটা শো বন্ধ হওয়া উচিত
টানা এক বছর স্লট লিড করলেও গুড্ডির টিআরপি যথেষ্ট কম বর্তমানে আর গাঁট এর কথা নাই বা বললাম। তবে গল্প অনুযায়ী #Guddi শেষ করলেও #Gatchora এই মুহূর্তে শেষ করা সম্ভব নয়। Star Jalsha মেয়েবেলা শেষ না করে টাইম চেঞ্জ করুন টাইম চেঞ্জ করলে আশা করি গাঁট এর চেয়ে বেশি টিআরপি দেবে”

আর একজন আবার লিখেছেন যে,
“”সন্ধ্যাতারা” প্রোমো দেখেই বুঝেছিলাম এটাকে প্রাইমে দিবে আর সেটাই হলো,,#মেয়েবেলা ‘কে অনেক সময় দিয়েছে, আর সময় দিবে না জলসা এটা বোঝাই যাচ্ছিলো,,তাই #সন্ধ্যাতারা ৭:৩০ আসছে এটা সিওর ছিলাম,,আর সেটাই হলো ১২ ই জুন থেকে সোম-রবি 7:30 PM #স্টারজলসা

মেয়েবেলা স্লট এখনো দেই নি,,তার ওপর প্রাইমে টিআরপি ও অনেক কম,,যার ক্রেজে সবাই মেয়েবেলা দেখতো লাগছিলো সেই রূপা গাঙ্গুলি ও চলে গেছে মেয়েবেলা ছেড়ে
মেয়েবেলা এখন শেষ করে দিবে নাকি অন্য স্লটে দিবে সেটাই দেখার,,আমার মনে হচ্ছে শেষ করে দিবে
শেষ করে দিলে দিক,,টাটকা রাত ১১:০০ টার স্লটে যাওয়ার চেয়ে শেষ হওয়াই ভালো আমার মতে,,বিকেল ৫:৩০ স্লটে দিলে ভালো হতো,, কিন্তু মনে হয় না ওখানে দিবে
যাই হোক #মেয়েবেলা শেষ হলে স্বীকৃতি দি যেন আবার জলসায় ক্যামব্যাক করে এটাই চাইবো।”

কেউ বলছেন,“’মেয়েবেলা’ সিরিয়ালটা একটা ইউনিক কনসেপ্ট দিয়ে চলছে।আমাদের মধ্যবিত্ত পরিবারের নিত্যদিনের মহিলাদের মনের মধ্যে লুকিয়ে থাকার গল্প এটা।অসহায় পরনির্ভরশীল মহিলাদের সবসময় হারিয়ে ফেলার ভয় থাকে।মৌ এর মনে একটা ভালোবাসাময় আশ্রয় খুঁজে পাওয়ার আকাঙ্খা, না পাওয়ার বেদনা।স্বামী কে অন্যর সাথে ভাগাভাগি না করার ইচ্ছা….. আম্মা পরিবারের প্রধান হিসেবে নিজের সিদ্ধান্তকে বাস্তবায়নের ক্ষমতা…. সব কিছুই একেবারে বাস্তব ঘটনা।কিন্তু এটা কেন কিছু লোকের ভালো লাগেনা বুঝতে পারছি না।কিন্তু আমারা অনেকেই আছি যারা এটা দেখার জন্য অস্থির হয়ে থাকি।যেগুলো টি আর পি তে এগিয়ে আছে এগুলো তে আমার মতো দর্শকদের ভালো লাগেনা। তাহলে আমরা কি ষ্টার জলসার দর্শক নই? এটা বন্ধ হয়ে গেলে খুবই কষ্ট পাব। তাই জলসার কাছে রিকোয়েস্ট করছি সিরিয়ালটা যেন বন্ধ না হয়।”

Related Articles