বাংলা সিরিয়াল

রামপ্রসাদের মতোই তার ছোট সেনাপতি মন জয় করে নিয়েছে সবার, ছোট্ট একতারা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে চরিত্রটা, দুজনের খুনসুটি বড় প্রিয় ভক্তদের

দীর্ঘ মাসের অপেক্ষায় শেষে অবশেষে টেলিভিশনের পর্দায় ধরা দিয়েছেন রামপ্রসাদ(Ramprasad)। এর আগে গত তিন মাস জুড়ে শুধু আসছে দেখতে দেখতে যখন কার্যত বিরক্ত হয়ে উঠেছিলেন দর্শক ঠিক তখনই ১৭ ই এপ্রিল থেকে শুরু হয়েছে ধারাবাহিক রামপ্রসাদ। প্রায় ৩০০ বছর আগের কবীর গল্প এবং মা কালীর প্রতি তার শ্রদ্ধা ভালোবাসার গল্প ফুটিয়ে তোলা হয়েছে ধারাবাহিকে। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন সব্যসাচী চৌধুরী(Sabyasachi Chowdhury)।

এর আগে সব্যসাচীকে বামাক্ষ্যাপা বা বামদেব হিসেবে দর্শক তাকে পেয়েছেন। একই চ্যানেলে মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে দর্শক তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল। তাই তার পর্দায় ফেরার খবর শুনে মুখিয়ে ছিলেন দর্শক। তবে এর মাঝে বিরাট এক ঝড় বয়ে গেছে অভিনেতার জীবনে। তার ভালোবাসার মানুষ ঐন্দ্রিলা মারা গিয়েছে। নিজেকে কার্যতার সমস্ত কিছু থেকে গুটিয়ে ফেলেছিলেন অভিনেতা। তারপর ধীরে ধীরে আবার মাথা তুলে দাড়াচ্ছেন তিনি। তাতেই খুশি দর্শক।

তবে রামপ্রসাদ ধারাবাহিকে মা কালী, সর্বাণী এবং রামপ্রসাদের পাশাপাশি কিন্তু জব্বর টেক্কা দিয়ে চলেছে তার সেনাপতি একতারা। যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানেন বর্তমানে রামপ্রসাদ আর বাবার কথা অনুযায়ী সর্বানীকে বিয়ে করেছে। অনেকে সেই বিয়ে ভেঙ্গে দেওয়ার চেষ্টা করলেও এবং বউ হিসেবে তাকে না মানলেও সেনাপতি একতারা বরাবর তার কাকার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে।

কিছুদিনের মধ্যেই দর্শকদের নয়নের মনি হয়ে উঠেছে এই ছোট্ট তারকা। টিভির পর্দায় দুজনের একসাথে খুনসুটি না দেখলে যেন মন ভরে না ভক্তদের। অল্প দিনের মধ্যেই একতারা দর্শকদের পছন্দের তালিকায় উঠে এসেছে। তাই এক ধারাবাহিকের মধ্যেই যে প্রতিযোগিতা শুরু হচ্ছে নিশ্চিত দর্শক। কারণ প্রত্যেকটা চরিত্রই আলাদা আলাদা ভাবে নজর কাটছে সকলের।

 

Related Articles