বাংলা সিরিয়াল

হেরে গেলো দেবচন্দ্রিমা! ‘মেয়েবেলা’ আসতেই কেড়ে নিল মোক্ষম সময়! কপাল পুড়লো চিঠির, প্রায় মাঝরাতে পাঠানো হল স্টার জলসার ধারাবাহিক সাহেবের চিঠিকে

বাংলা ধারাবাহিক(Bengali Serial) মানেই বিনোদনের আল্টিমেট ডোজ। সন্ধ্যেবেলা হলেই যে যেখানেই থাকুক না কেন টিভির পর্দায় বসে পড়েন টেলি তারকাদের হাল হকিকত জানতে। তবে বাংলা ধারাবাহিকে হালে সময়টা বেশ পাল্টে গিয়েছে। একের পর এক নতুন ধারাবাহিক যেমন শুরু হচ্ছে তেমনি টিআরপি ধরে রাখতে না পারে একের পর এক ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে।

আবার কোন কোন ধারাবাহিক টিআরপি তালিকাতে সামান্য টিকে থাকার কারণে পিছিয়ে দেওয়া হচ্ছে তাদের সময়। জি বাংলার মতোই এই নতুন ধারা বইছে। নতুন আসতেই সরে যেতে হচ্ছে পুরনোকে।

ইতিমধ্যে স্টার জলসার(Star Jalsha) পর্দায় দেখানো হয়েছে নতুন ধারাবাহিক মেয়েবেলা(Meyebela)র প্রমো। শাশুড়ি বৌমার এই গল্প বেশ ভালো লেগেছে দর্শকদের। আর এখানে ঘটেছে গন্ডগোল। যেহেতু দর্শকদের বেশ পছন্দ হয়েছে মেয়েবেলা এই শোনা যাচ্ছে আপাতত এটিকে প্রাইম টাইমে রাখার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। যে কারণে সরে যেতে হচ্ছে প্রতীক এবং দেবচন্দ্রিমার ধারাবাহিক সাহেবের চিঠি(Saheber Chithi)কে। আগামী ২রা জানুয়ারি থেকে মেয়েবেলাকে দেখানো হবে সন্ধ্যে সাড়ে ছটায়।

প্রতীক এবং দেবচন্দ্রিমার ধারাবাহিক সাহেবের চিঠি শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করতে পারেনি। সেভাবে দাগ কাটতে পারেনি টিআরপির তালিকাতেও। অন্যদিকে প্রতিপক্ষ চ্যানেলে থাকা খেলনা বাড়ি দাপিয়ে বেরিয়েছে স্লট। তাই এবার এই ধারাবাহিককে রাত ১১ টায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত সেই সময় চলে রাধা কৃষ্ণ। সম্ভবত এই ধারাবাহিক বন্ধ হলে তারপরেই ‘খোঁড়া গায়ক’ এবং পিয়নের রোমান্স দেখা যাবে।

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় মেয়েবেলা ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে স্বীকৃতি মজুমদার(Swikriti Majumdar), রূপা গঙ্গোপাধ্যায়(Roopa Ganguly) এবং চিত্রা সেনকে(Chitra Sen)। দীর্ঘ বছর পর ছোট পর্দায় ফিরছেন রূপা গঙ্গোপাধ্যায়। তাই তার কাম ব্যাককে কাজে লাগিয়ে আপাতত প্রাইম টাইম দখল করতে চাইছে চ্যানেল। গল্পের প্রমোতেও রেখেছে অভিনব কনসেপ্ট।

দেখানো হয়েছে সদ্য বিয়ে হয়ে আসা স্বীকৃতি তার বিয়ের জমানো টাকা দিয়ে দার্জিলিং এর টিকিট কেটেছে শাশুড়ি রূপার জন্য। তার ইচ্ছে পরিবারের মেয়েরা মিলে ঘুরতে যাবে। যদিও খানিক অভিমানের সুরে শাশুড়ি জানায়, এবারে শাশুড়ি বউরা কোনদিন একসঙ্গে বেড়াতে যায়নি যাবেও না। এখন দেখার অভিমান ভাঙ্গিয়ে স্বীকৃতি কি পাল্টাতে পারবে তার শাশুড়ির মান? আপাততো এই ধারায় এভাবে গল্প।

Related Articles