বাংলা সিরিয়াল

বছরের প্রথম সপ্তাহের মত দ্বিতীয় সপ্তাহতেও সিংহাসন হারা জগদ্ধাত্রী! তাহলে বেঙ্গল টপার কে?

বছরের শুরুতে দ্বিতীয় টিআরপি তালিকা প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। সারা সপ্তাহ জুড়ে মানুষ অপেক্ষা করেন এই দিনটির। কোন ধারাবাহিক কত নম্বর পেল তা দেখার জন্য মুখিয়ে থাকেন তাদের অনুরাগীরা। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক দ্বিতীয় সপ্তাহের টপার কে।

প্রথম সপ্তাহের মত দ্বিতীয় সপ্তাহতেও নিজেদের টিআরপি ধরে রাখতে সক্ষম ‘অনুরাগের ছোঁয়া’। এখনো পর্যন্ত মিশকার সত্যি সকলের সামনে আসেনি। তা সত্ত্বেও সূর্য দীপার গল্প এক হওয়া নিয়ে কতটা মুখিয়ে রয়েছেন দর্শক তা টিআরপি রেটিং থেকে স্পষ্ট। অল্প কিছু নম্বরের জন্য হাত ফসকে গেল বঙ্গ সেরার সিংহাসন জগদ্ধাত্রী থেকে। গাঁটছড়া, মিঠাই টিআরপি তালিকাতে এখনো পিছিয়ে রয়েছে।

চলুন তবে দেখে নেওয়া যাক এই সপ্তাহে প্রথম ১০ ধারাবাহিকের তালিকা –
১ম – অনুরাগে ছোঁয়া ৯.২
২য় – জগদ্ধাত্রী ৮.৯
৩য় – খেলনা বাড়ি ৮.১
৪র্থ – গৌরী এলো ৮.০
৫ম – বাংলা মিডিয়াম / পঞ্চমী ৭.৭

নতুন :
ঘরে ঘরে জী বাংলা ১.৬
মন দিতে চাই ২.৮

রিয়ালিটি শো :
ডান্স ডান্স জুনিয়র গ্রাণ্ড ফিনালে ৫.৪
সারেগামাপা ৫.৪

এছাড়াও অন্যান্য ধারাবাহিকের টিআরপি রেটিং হল :
গুড্ডি (4.2), দিদি No.1 S9 (3.9), নবাব নন্দিনী (5.1), মিঠাই (7.0), সাহেবের চিঠি (5.6), খেলনা বাড়ি (8.1), গাঁটছড়া (6.7), জগদ্ধাত্রী (8.9), আলতা ফড়িং (6.9), গৌরী এলো (8.0), বাংলা মিডিয়াম (7.7), নিম ফুলের মধু (7.6), পঞ্চমী (7.7), রাঙা বউ (6.7), এক্কা দোক্কা (6.4), সোহাগ জল (5.7), অনুরাগের ছোঁয়া (9.2), তোমার খোলা হাওয়া (4.0), হরগৌরী পাইস হোটেল (5.5), লক্ষ্মী কাকিমা সুপারস্টার (3.2), গোধূলি আলাপ (3.3), মন দিতে চাই (2.8) [Opening], রাধাকৃষ্ণ (1.8), শিশু ভোলানাথ (1.9) [Last Week]

নন ফিকশন শো :
দিদি No.1 [সানডে ধামাকা] (6.3)
সা রে গা মা পা (5.4)
Dance Dance Junior Grand Finale(5.4)
ঘরে ঘরে জি বাংলা (1.6) [Opening]

Related Articles