বাংলা সিরিয়াল

মিঠাইয়ের ছেলে শাক্য জাতীয় স্তরের সুপারস্টার! ‘মিঠাই’ ধারাবাহিকে ছোট্ট শাক্যর ভূমিকায় অভিনয় করছে কে? জানেন সেই খুদে শিল্পীর আসল পরিচয়? জানলে অবাক হবেন আপনিও

একসময় টানা ৪৭ সপ্তাহ ধরে যেই ধারাবাহিক বেঙ্গল টপার হয়ে এসেছে, বাংলা ধারাবাহিকের নতুন রেকর্ড তৈরি করেছে সেই ধারাবাহিকের বর্তমানে বেহাল দশা। টিআরপি তালিকার তলানিতে গিয়ে দাঁড়িয়েছে মিঠাই ধারাবাহিক। তাই নিজেদের পুরনো জায়গায় ফিরে পেতে মড়িয়া হয়ে উঠেছে তারা।

এই জন্যই গল্পের মোড় ঘুরে গিয়েছে একেবারে অন্যদিকে। এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন শোনা যাচ্ছিল যে মিঠাই নাকি নিজের সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাবে। তবে সেই কথা মিথ্যে প্রমাণিত হয়। সন্তান জন্ম দেওয়ার পর মিঠাই এবং তার সন্তান দুজনের সুস্থ স্বাভাবিক থাকে। এর পরেই কেটে যায় বেশ কিছু বছর। মিঠাইয়ের ছেলেও বড় হতে থাকে। তবে এর মাঝেই ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে আসে। যা দেখে রীতিমতো অবাক হয়ে যান দর্শক।

প্রমো ভিডিওটিতে দেখা যায় যে মিঠাইয়ের মৃত্যু হয়। আর মিঠাইয়ের মৃত্যুর পরেই ছেলের শাক্য কে সামলাতে সামলাতে নাজেহাল অবস্থা সিদ্ধার্তের। ছেলে ভীষণই দুষ্টু হয়েছে। সিদ্ধার্থের চশমা ভেঙে দিয়েছে তাই সিদ্ধার্থ মিঠাইয়ের ফটো সামনে দাঁড়িয়ে ছেলের নামে মিঠাইকে নালিশ করতে থাকে। তারপরই দেখা যায় সিদ্ধার্থ তার ছেলে শাক্য কে স্পষ্টভাবে জানিয়ে দেয় তার নতুন দিদিমণি যদি তাকে সামলাতে না পারে তাহলে শাক্য কে সিদ্ধার্থ বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবে।

এরপরেই মনোহরাতে উপস্থিত হয় নতুন অতিথি মিঠি। যাকে দেখে প্রত্যেকেই অবাক হয়ে যায়। কারণ মিঠি কে দেখতে হুবহু মিঠুর মত। এবারে গল্পের এই নতুন মোড় দিয়েই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে মিঠাই ধারাবাহিক। দেখা যাক এই পদ্ধতি অবলম্বন করে আবারো দর্শক মিঠাইয়ের প্রতি আগ্রহ ফিরে পায় কিনা।

তবে শাক্যর চরিত্রে যে খুদে শিল্পী কে আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি তার আসল পরিচয় জানলে আপনি অবাক হবেন। শিশু শিল্পী চরিত্রে যাকে অভিনয় করতে আমরা দেখতে পাচ্ছি তার আসল নাম হল ধৃতিষ্মান চক্রবর্তী। বয়স তার মাত্র ৫। তবে মাত্র পাঁচ বছর বয়সী হলে কি হবে জাতীয় স্তরের শিল্পী সে। খোদ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে পুরস্কৃত হয়েছে সে।

অনেক অল্প বয়স থেকেই গান গেয়ে প্রত্যেকের মন জয় করছে সে। শুধু তাই নয় পাঁচটি ভিন্ন ভিন্ন ভাষায় গান করতে পারে এই ছোট্ট খুদে। এই জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত হয়েছে এই পুঁচকে গায়ক। বাংলা, হিন্দি, ইংরেজি, অসমীয়া সহ আরো ৭-৮ টি ভিন্ন ভাষায় গান গাইতে পারে ধৃতিষ্মান।

এক সাক্ষাৎকারে ধৃতিষ্মানের মা জানিয়েছে ছেলে যতই দুষ্টুমি করুক গান শুনলে একেবারে চুপ হয়ে যায়। গান করতে ছোট থেকেই ভালোবাসে সে। তার স্বপ্ন সে একদিন কিশোর কুমার, অরিজিৎ সিং এর মত বড় গায়ক হবে। এমনকি মাঝে মাঝে রকস্টার হওয়ার স্বপ্ন দেখে ধৃতিষ্মান। ধৃতিষ্মানের ব্যাপারে এই সমস্ত কথা শুনে মিঠাই ভক্তরা বলেছে একেবারে যোগ্য ছেলেই হয়েছে সিদ্ধার্থ এবং মিঠাইয়ের। সিদ্ধার্থ নিজে গান গাইতে ভালবাসে দুর্দান্ত গান গায় তার ছেলেরও গানের প্রতি টান।

Related Articles