বাংলা সিরিয়াল

চিকিৎসায় সারা দিচ্ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, হাজার হাজার মানুষের প্রার্থনায় ধীরে ধীরে সেরে উঠছেন তিনি

গত ১লা নভেম্বর মঙ্গলবার রাতে হঠাৎই ব্রেন স্টকে আক্রান্ত হয়ে হাওড়ার আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শরীরের একদিক অসার হওয়ার সাথে সাথে বমি হতে থাকে অভিনেত্রীর। সেই সময় প্রেমিকা কে নিজে হাসপাতালে ছুটে যায় অভিনেতা সব্যসাচী চৌধুরী।

তারপরই জানা যায় ভর্তি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই চিকিৎসায় সারা দেন অভিনেত্রী। সেইসময় অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য কামনা করে চলেছেন তার হাজার হাজার অনুরাগী। ভর্তির ৬দিন পর কেমন আছেন ঐন্দ্রিলা চলুন জেনে নেওয়া যাক।

সূত্রের খবর অনুযায়ী বর্তমানে অভিনেত্রীর সংক্রমণ অনেকটাই কমেছে। বিষয়টিকে ভালো ভাবেই দেখছেন চিকিৎসকরা। বর্তমানে আর জ্বর আসছে না তাঁর। এদিনই শেষবার ৯৯ পর্যন্ত জ্বর এসেছিল তাঁর । বিষয়গুলিকে ইতিবাচক মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাঁকে।

ঐন্দ্রিলা নিজের বাঁ-দিকের হাত নাড়াতে পারছেন। তাঁর দেহের বাঁ-দিকে সাড় ফিরে এসেছে। বর্তমানে ভেন্টিলেশনের সাপোর্টও কমানো হয়েছে। তাই অভিনেত্রীকে সি-প্যাপ মোডে রাখা হয়েছে। অভিনেত্রীর রক্তচাপ এবং অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। তবে স্নায়ুর অবস্থা একইরকম।

৪ নভেম্বর মেয়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে জানান নায়িকার মা শিখা শর্মা। ৫ নভেম্বর ট্র্যাকিওস্টমি করা হয়েছে ঐন্দ্রিলা শর্মার। ধীরে ধীরে তিনি সেড়ে উঠছেন বলেই মনে করছেন চিকিৎসকরা। এক সাক্ষাৎকারে অভিনেত্রীর মা বলেছিলেন, “ও সামান্য নড়াচড়া করেছে শুনেছি। এর বেশি কিছু জানি না।

সবটাই শোনা কথা। নিজের চোখে দেখিনি,কিছু দেখিনি।” এইসব কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। অন্যদিকে ১লা নভেম্বর থেকেই হাসপাতালে প্রেমিকার পাশে রয়েছেন সব্যসাচী চৌধুরী। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লেখেন, “ওকে নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।”

Related Articles