বাংলা সিরিয়াল

‘আলতা ফড়িং এর টিআরপিতে বিপুল ধস হওয়ার কারণ হলো ব্যাংক বাবু অভ্রদ্বীপ! ভিলেন হলেও আগে অভ্রকে দেখা তো পুরোপুরি বাদ দেওয়াতেই এই পরিনাম!’-আলতা ফড়িং এর টি আর পি নিয়ে লিখলেন নেটিজেনরা!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক আলতাফড়িং দেখানো হতো সন্ধ্যে সাড়ে সাতটায়, একটা সময় এই ধারাবাহিক গৌরী এলোর সাথে সমান সমান টক্কর দিতো, কোনো সপ্তাহে গৌরী এলো স্লট পেতো তো কোন সপ্তাহে আলতাফড়িং! তবে মাঝখানে কিছুদিন এই ধারাবাহিকের গল্প পরিবর্তন হওয়ায় টিআরপি কমে যায় তবু কিছু ফিক্সড দর্শক ধরে রেখে এই ধারাবাহিকের টি আর পি না বাড়লেও মোটামুটি একটা টি আর পি পেতো, এরপর এই ধারাবাহিকের স্লট চেঞ্জ করে সন্ধ্যা সাড়ে ছটায় দেওয়া হলে এই ধারাবাহিকের ভরাডুবি ঘটে টিআরপির ক্ষেত্রে।

এই সপ্তাহের টিআরপি লিস্ট বেরোলে দেখা যায় যে, ‘আলতা ফড়িং’ ৪.৯ আর ‘খেলনা বাড়ি’ ৭.৫। গৌরী এলোর সাথে লড়াই করার সময় স্লট হারালেও যে ধারাবাহিক ৬.৩ পেতো সেই ধারাবাহিকের এতটা টি আর পি কমে যাওয়ার পিছনে কী কারণ থাকতে পারে? সোশ্যাল মিডিয়ায় অধিকাংশের বক্তব্য এই টিআরপি কমার পিছনে যেমন ঘেঁটে যাওয়া গল্পের অবদান আছে তেমনি অবদান আছে অভ্রদ্বীপের।

প্রথম থেকে নায়ক হিসেবে অভ্রকে দেখানো হয়েছে আলতা ফড়িং এ, সেখানে মাঝখানে নায়ক হিসেবে না হলেও ভিলেন হিসেবেও অভ্রকে দেখানো হতো প্রতিটি পর্বে! যা দর্শকদের মোটামুটি ভাবে ধরে রেখেছিলো। একটা ফিক্সড দর্শক হয়ে গিয়েছিল এই ধারাবাহিকের, কিন্তু এখন অভ্রকে পুরোপুরি বাদ দেওয়াই সেই দর্শক কমে গেছে।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে, “রিনির পাশাপাশি আলতা ফড়িং এর এতটা টিআরপি কমার আরো একটি সবথেকে গুরুত্বপূর্ণ কারন হলো অভ্রদ্বীপ কে এপিসোড থেকে বাদ দেওয়া । আগে অভ্রদ্বীপ ভিলেন হলেও ওর পার্ট প্রতিটি এপিসোডেই কমবেশি করে থাকতো ‌। সেইজন্য টিআরপি তেমন না বাড়লেও একটি লিমিটেড টিআরপি পাচ্ছিলো । অনেকে ওর জন্যই ধারাবাহিক টি দেখতো । কিন্তু সুশান্ত কাকুর সেটাও সহ্য হলো না । অভ্রদ্বীপ কে যেই এপিসোড থেকে বাদ দিলো , টিআরপি ও তেমন বিপুল হারে ধসে পড়লো । মেইন নায়ককে গল্প থেকে বাদ দিলে টিআরপি এরকম ভাবেই ধসে পড়বে । সে যতই ভালো এপিসোড দেখাক না কেনো ?”

Related Articles