বাংলা সিরিয়াল

মুখ্য ভূমিকায় অভিনয় করতে না পারার আক্ষেপ রয়েই যাবে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের সাংভির, প্রেরণা জানান কমবয়সীদের বেশি সুযোগ দেওয়া হয়

বৃহস্পতিবার প্রকাশিত হল নতুন টিআরপি তালিকা। ‘অনুরাগের ছোঁয়া’র ফ্যানদের দুঃখ দিয়ে চলতি সপ্তাহেও এক নম্বরে ‘জগদ্ধাত্রী’। আইপিএলের জেরে একের পর এক ধারাবাহিকের টিআরপি যেখানে নিম্নমুখী সেখানে জ্যাস সান্যাল প্রত্যেকবার করছে বাজিমাত। প্রসঙ্গত জগদ্ধাত্রী চরিত্রে আপনারা দেখছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে।

অভিনেত্রীর এটাই প্রথম কাজ, এর আগে অবশ্য মডেলিং করেছেন এবং বেশ অনেকগুলি শাড়ির বিজ্ঞাপনে দেখা গেছে তাঁকে। অভিনেত্রীর বয়স মাত্র ২২ বছর, আর সিরিয়াল ইন্ডাস্ট্রিতে এই সময়েই কাজ পেয়ে থাকেন সকলে মুখ্য চরিত্রে। এরপরে বয়স হয়ে গেলে নির্মাতারা পার্শ্বচরিত্র ছাড়া আর কোনো রোল দিতে চান না। এমনটাই বক্তব্য ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের সাংভির চরিত্রে অভিনয় করা প্রেরণা ভট্টাচার্য।

বর্তমানে টিআরপি বেড়ে যাওয়ায় ধারাবাহিকের তারকারা জানিয়েছেন তাঁদের মতামত। অঙ্কিতা সৌমোদীপ জানান টিআরপি নিয়ে প্রতিযোগিতা ভালো, এতে কাজ করার সময় জোশ পাওয়া যায়। টিআরপি বেড়ে যাওয়া নিয়ে অনেকের মতবাদ টিআরপি বাড়ানোর জন্য ধারাবাহিকে দেখানো হয় বিয়ের ট্র্যাক, এই ধারাবাহিকে এতদিন চলছিল সাংভির বিয়ে, যা সম্পন্ন হয়ে গিয়েছে। তবে সাংভির বিয়ের ট্র্যাকের জন্য টিআরপি বেড়েছে একথা মোটেই ঠিক নয় বলে জানান প্রেরণা। গল্পের লেখক স্নেহাশিস চক্রবর্তীর প্রশংসা করে বলেছেন ওনার লেখনী-তেই আজ ‘জগদ্ধাত্রী’ বঙ্গ সেরা।

এরপরে অভিনেত্রী নিজের অভিনয় ক্যারিয়ার নিয়েও মুখ খুললেন, ‘ভোরের খুব কাছে’ ধারাবাহিকের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন প্রেরণা, সেখানে অবশ্য মুখ্য চরিত্রেই ছিলেন তিনি। তবে বর্তমান সময়ে আর তেমন মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছেন না, পাচ্ছেন কেবল পার্শ্বচরিত্রের। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকেও তাঁর চরিত্র নেহাত পার্শ্বচরিত্রই।

প্রেরণার সাথে এমনটি হওয়ায় তিনি জানান, পার্শ্বচরিত্র হয়েও সকলের নজরে আসতে পারা আমার কাছে বড় ব্যাপার‌। আর তাছাড়াও আমি তো অভিনেত্রী হবো বলে অভিনয়ে এসেছি, নায়িকা হবো বলে নয়। নিজের অভিনয়কে সকলের সামনে তুলে ধরতে পারলেই আমি খুশি। তবে ভিতরে ভিতরে একটা আক্ষেপ রয়েই যাবে বলে জানান প্রেরণা।

Related Articles