বাংলা সিরিয়াল

কি দরকার অনুরাগের এত ভালো ডান্স শো প্রেজেন্ট করার?মানুষ সেই বস্তা পচায় দেখে!-বঙ্গ সেরা না হওয়ায় আক্ষেপ অনুরাগের দর্শকের

টিআরপির ক্ষেত্রে একটা কথা সবসময় বলা হয়, সেটা হলো আজ যে রাজা, কাল সে ফকির। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’, এক সময় এই ধারাবাহিকটি বঙ্গ সেরা ধারাবাহিক ছিলো কিন্তু বর্তমানে এই ধারাবাহিক বেঙ্গল টপারের সিংহাসন হারিয়েছে, এমনকি টপ ফাইভের মধ্যেও এই ধারাবাহিককে আজ আর খুঁজে পাওয়া যায় না। বর্তমানে বঙ্গ সেরা ধারাবাহিক হলো জগদ্ধাত্রী,এই ধারাবাহিকের টি আর পি হলো ৮.৩।

এরপর নিম ফুলের মধু আছে দ্বিতীয় সেরা ধারাবাহিক হিসেবে, এরপর ৫ম স্থানে রয়েছে স্টার জলসার নতুন আসা ধারাবাহিক কথা। এই ধারাবাহিকের টি আর পি হলো ৭.৩ , অন্যদিকে অনুরাগের ছোঁয়া কোনরকমে স্লটটা ধরে রাখতে পারলেও এই ধারাবাহিকের টিআরপি যথেষ্ট কম,৬.৭।

যা দেখে একজন দর্শক বলেছেন যে অনুরাগের ছোঁয়ায় এত টানটান এপিসোড, দুই মেয়েকে কাছে পেতে মায়ের এত লড়াই, এমনকি পায়ে ইনজেকশন দিয়েও মা নাচের অনুষ্ঠান এটেন্ড করছে, সেখানে এতো ভালো ভালো এপিসোড দিয়েও বঙ্গ সেরা হলো না এই ধারাবাহিক বলে আক্ষেপ করছেন দর্শক।

আরও পড়ুন : জলসা তুঁতের প্রোমো দিতো না অথচ প্রতি সপ্তাহে কথার প্রোমো দিচ্ছে! বলছেন দর্শক

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“কী দরকার ছিলো অনুরাগের ছোঁয়ার এত ভালো এপিসোড করার ডান্স রিয়েলিটি শো করার সেরা প্রেজেন্টেশন দেওয়ার কি দরকার ছিলো একজন মায়ের লড়াই দেখানো একজন মা তার সন্তানের জন্য কি করতে পারে সেইটা দেখানোর সেইতো লোকজন ওই বস্তাপচাই গিললো
আগের মতো দেখালেই তো টপার হয়ে যাইতো

যাইহোক টিআরপি টা এরকম আসলেও এক সপ্তাহের এপিসোড গুলো সেরা হয়েছে কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কী” আরেকজন এই পোস্টের মধ্যে কমেন্ট করেছেন যে,“ এটা তো দিপার dance এর trp নয়
এটা সূর্যর চিৎকার, চেঁচামেচি, অসভ্যতামির trp,,,, এবার আর কেউ সূর্যর পাগ*লামি accept করছে না,,, দিপার dance এর trp next week আসবে ”

Related Articles