বাংলা সিরিয়াল

দু বছরের পুরোনো একটা সিরিয়ালের এন্ডিং আরেকটু গুছিয়ে দেওয়া যেতো!-গাঁট ছড়ার শেষ পর্বে বলছেন দর্শক

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া অবশেষে শেষ হলো। এতদিন ধরে রুক্মিনীর যমজ বোন রূশালী সিংহ রায় পরিবারে রয়ে গিয়েছিলো রুক্মিণী হিসেবে, কেউ তাকে চিনতে পারে নি। গাঁটছড়ার শেষে দেখানো হয় যে, হসপিটালে রুক্মিনীর যমজ বোন রূশালী কোমা থেকে জ্ঞান ফেরে এবং তখন ঋদ্ধিমানকে জানিয়ে দেয়, সে রুক্মিণী নয়।

রূশালী নিজের কর্মের জন্য অনুতপ্ত হয় এবং বলে যে এক্সিডেন্টের পরে রুক্মিণীর যমজ বোন রুশালী , রুক্মিণী সেজে ওদের বাড়িতে ছিলো এতদিন,অন্যদিকে
মৈনাক শাস্তি পেয়ে সংশোধনাগারে
কিন্তু আরও এক কালপ্রিট রুদ্র রায়ের নাম বলার আগেই হসপিটালে রুশালীকে গুলি করা হয় আর রুশালী মারা যায়।

আরও পড়ুন : খড়িফ্যান থেকে রুক্মিণী ফ্যান সবাই নস্টালজিয়ায় ভাসছেন গাঁটছড়ার শেষ পর্ব দেখে!

এরপর রুদ্র রায়কে ফলো করে ঋদ্ধিমান একটা Mental Asylum এ গিয়ে রুক্মিণীকে খুঁজে পায়,তবে রুক্মিণী এখন মৈনাকের মেডিসিনের বলে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে, ঋদ্ধিমান রুক্মিনীর কাছে যায় ও তাকে পুরোনো সব কথা বলে, সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়।

অন্যদিকে দেখা যায়, পরিবারের সবাই ও তিন ভাই মিলে আনন্দ করছে। একটা আনন্দমুখর হাসি মজার পরিবেশ, কিন্তু দর্শক বলছেন দুবছর ধরে চলা এই সিরিয়ালের এন্ডিং টা আরো একটু সুন্দর হতে পারতো! দর্শক মনে করছে যে ধারাবাহিকটি জলসাকে এত কিছু দিল ১৮বার বেঙ্গল টপার হলো, জলসার আশার আলো হলো, সেই ধারাবাহিকের এন্ডিং টা যেন আরেকটু সুন্দর গুছিয়ে হতে পারতো।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,
,“দেখে নিলাম গাঁটছড়ার অন্তিম পর্ব…

আরও পড়ুন : মনের কথাকে ঝামা ঘষলো গীতা!স্লট জেতাই নয়, বঙ্গ সেরা ৩ হয়েছে গীতা!

শেষ হয়ে গেলো এই সময়ের সবথেকে পুরোনো একটা serial…

তবে একটা 2 বছরের পুরোনো serial এর last এ এরকম open ending না রাখলেই বোধহয় ভালো হতো… এটা কোনো film বা web series হলে problem ছিলো না… But এতো দিনের একটা মেগা serial এ আর একটু complete ending দেওয়াই যেতো…

তবে সিংহরায় পরিবার reunite হওয়ার ব্যাপার টা ভালো লাগলো… যদিও এর আগে বার বার reunite হয়েও আবার কিছু না কিছু বিপদ নেমে এসেছে…

তাই এরকম reunite এর scene আমরা আগেই অনেকবার দেখে নিয়েছি… Last episode এর জন্য special কিছু মনে হলো না…

যাই হোক… Last দিনে আর complain না করাই ভালো… এতদিন গাঁটছড়া আমাদের অনেক ভালো ভালো মুহূর্ত দিয়েছে… অনেক আনন্দ দিয়েছে… আজ শেষ…

বিদায় গাঁটছড়া…”

Related Articles