বাংলা সিরিয়াল

‘মা অন্নপূর্ণা টা ত বেশ ভালোই! কিন্তু মহাদেব যে চশমা পড়া’, গৌরী এলোতে গৌরী ঈশান কে মা অন্নপূর্ণা ও হরের অবতার দেখে বলছেন নেটিজেনরা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গৌরী এলোতে দেখানো হয় গৌরী হল মা ঘোমটা কালীর প্রতীক আর ঈশান হলো মহাদেবের প্রতীক। এর আগে বহুবার দেখানো হয়েছে কখনো গৌরী কালী রূপে খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে, ঈশান রূপী মহাদেবের গায়ে পা ফেলতেই জিহ্বা বার করছে কখনো বা গৌরী গন্ধেশ্বরী দেবী রূপে আবির্ভূত হয়েছেন কখনো বা সে ত্রিশূল নিয়ে অসুর দমন করছে। কখনো ঈশানকে দেখানো হয় নীলকন্ঠ রূপে সাপের বিষ হজম করছে, কখনো দেবী তারার মত গৌরী, ঈশানকে বিষ যাতনা সহ্য করতে সাহায্য করছে।

এই একের পর এক পৌরাণিক আখ্যান তুলে ধরা হয় গৌরী আর ঈশানের মধ্যে। সম্প্রতি দেখানো হচ্ছে যে গৌরী দেবী অন্নপূর্ণা রূপে আবির্ভূত হয়েছে আর ঈশান ভিখারি মহাদেব হয়ে তার কাছে থালা নিয়ে গিয়ে ধরেছে। অন্নপূর্ণার আখ্যান যারা জানেন,তারা হয়ত শুনেছেন পুরান কালে হল গৌরীর মধ্যে ভয়ংকর বিবাদের সৃষ্টি হয়, তখন দুজনের মধ্যে কে বড় তা প্রমাণ করতে পথে আসেন গৌরী।

অন্যদিকে পৃথিবীময় সৃষ্টি হয় চরম দুর্ভিক্ষ,গৌরী তখন অন্নপূর্ণার রূপ ধারণ করে সবাইকে খাবার দিচ্ছেন, দেবাদিদেব মহাদেব তখন নিজের ভুল বুঝতে পেরে এবং দেবীর মহিমা বুঝতে পেরে দেবীর সামনে ভিক্ষা পাত্র নিয়ে হাজির হন।

গৌরী এলো তেও সেই কাহিনী এখন তুলে ধরা হচ্ছে, যেখানে দেখানো হচ্ছে যে, গৌরী মা অন্নপূর্ণা হয়েছে এক মুঠো চাল আর ডালে এত রান্না সে করেছে যে তাতে সবার পেট ভরে যাচ্ছে। সবাই ধন্য ধন্য করে তাকে মা অন্নপূর্ণা বলছে আর এখানে হাজির হয়েছে মহাদেব রূপী ঈশান খাবার জন্য।তাদেরকে দেখে একজন নেটিজেন লিখেছেন যে, “কলি যুগের মা অন্নপূর্ণা।

এভাবেই খুঁজে পেল ঈশান কে গৌরী বাড়ি থেকে হারিয়ে গিয়ে পথভ্রষ্ট হয়ে পথে পথে ভিক্ষে করছিল ঈশান
শেষ পর্যন্ত গৌরী মা খাদ্য বিতরণ করছিলেন,সেখানেই দেখা হয় দুজনের জি বাংলা ক্যাপশন দিয়েছে “মা অন্নপূর্ণা এবং মহাদেবের রুপে একে অপরের মুখোমুখি হল গৌরী ঈশান”-কেউ বা লিখেছেন, ‘আমি তো কেবল তাদের কথা ভাবছি যারা ধর্ম নিয়ে ভন্ডামি হওয়া এই ধারাবাহিক টা রীতিমতো দেখেন এবং তার ভক্ত’

একজন সরাসরি লিখেই দিয়েছেন যে,“মা অন্নপূর্ণা টা তো বেশ ভালোই লাগছে
কিন্তু মহাদেব যে চশমা পড়া”

Related Articles