বাংলা সিরিয়াল

সবসময় বাবা বাবা করা স্বয়ম্ভু আজ নিজের বাবাকেই ইন্টারোগেট করছে!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক হলো ‘জগদ্ধাত্রী’।
এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, জগদ্ধাত্রী এমন একটি মেয়ে যার দ্বৈত ভূমিকা আছে, কখনো সে শান্ত শিষ্ট সাত চড়ে রা কাড়ে না‌ মেয়ে, কখনো আবার সে ডাকাবুকো জ্যাশ সান্যাল,স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার,একা হাতে দুর্নীতি দমন করে।

এই ধারাবাহিকের শুরু থেকে এতদিন অবধি এই কারণে
দর্শক ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী চরিত্র দেখে মুগ্ধ হয়েছেন কারণ এই জগদ্ধাত্রী চরিত্রের কাহিনী এমন ছিল এই চরিত্রের সৃষ্টি এমন ছিলো যে, যে কেউ মুগ্ধ হবেন।

এই ধারাবাহিকের নায়ক চরিত্র স্বয়ম্ভু ও স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার হওয়া সত্ত্বেও তার চরিত্রের মধ্যে এমন কতগুলো ইমোশনাল বিষয় ইনক্লুড করা হয়েছিল যে কারণে চরিত্রটি কে নিয়ে প্রচুর ট্রলিং হয়েছে।

আরও পড়ুন : আঁগা মাথা কিছু নেই! শুধু শুধু প্রাণ সংশয়! বন্ধ হোক ফুলকি বলছেন দর্শক!

এক তো সে জগদ্ধাত্রীকে এতটাই ভালোবাসে, যে সব সময় জগদ্ধাত্রীকে ভালোবাসার কথা বলতেই ব্যস্ত থাকে অন্যদিকে তার জীবনের তার বাবা রাজনাথ মুখার্জির প্রায়োরিটি এত বেশি যে সবসময় সে বাবা বাবা করে যায়। যে কারণে প্রচুর দর্শক বলতেন যে, এই চরিত্রটার মধ্যে কোন স্ট্রেন্থ নেই। কিন্তু বর্তমানে এই চরিত্রটার এমন ভাবেই বিবর্তন ঘটানো হয়েছে যে সবাই এই চরিত্রের প্রশংসা করছেন।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“আজ স্বয়ম্ভু মুখার্জি চরিত্র টা অন্য জায়গায় নিয়ে গেছে blues
যে ছেলেটা বাবা বাবা করতো সেই ছেলেটি আজ বাবাকে interrogate করছে
Mr. Mukherjee, Mr. রাজনাথ মুখার্জি এইসব বলছে
সব প্রশ্ন জিজ্ঞেস করছে
উফ!! আজ সত্যিই এই সিনে স্বয়ম্ভুর অভিনয় দারুন ছিল
এইরকম সিন যে দেখবো ভাবি নি।”

Related Articles