বাংলা সিরিয়াল

ব্লুজের সিরিয়াল মানেই শুরু থেকে একই কাহিনী! স্বয়ম্ভু পিতৃপরিচয় এখনো পেল না! জগদ্ধাত্রী নিয়ে কী বলছেন দর্শক?

একজন মানুষ ধারাবাহিক দেখেন তার বিনোদনের জন্য। কিন্তু বিনোদনের মাধ্যম হিসেবে তিনি যে ধারাবাহিক কে বেছে নেন,সেই ধারাবাহিক দেখে তার ভালো না লাগলে তারা মতামত জানাতেও ভোলেন না। কোন ধারাবাহিকে নায়ক হয়তো নায়কের মত বিহেভ করে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে আর শুধু ডায়লগ বলে, সেই নিয়ে দর্শক ট্রোলিং করেন, কখনো আবার দেখা যায় যে নায়ক নায়িকার বিচ্ছেদের পর দেখা হয়েছে,অথচ তাদের মধ্যে কোন ক্লোজ মোমেন্ট নেই সেই নিয়েও শুরু হয় প্রতিবাদ। আসলে দর্শকের মন মতো ধারাবাহিক না হলে traning

হবেই, আবার দর্শক ও বিভিন্ন ধরনের, বিভিন্ন রুচির রয়েছেন, ৮ থেকে ৮০ বয়সের রয়েছেন, কিছু মানুষ আছেন যারা রোমান্টিক জিনিস দেখতে বেশি পছন্দ করেন , কিছু মানুষ আছেন যারা ফ্যামিলির ড্রামা দেখতে পছন্দ করেন, কিছু মানুষ আছেন যারা দ্রুত ট্র্যাক বদল পছন্দ করেন, কিছু মানুষ আছেন যারা একটি ট্র্যাক নিয়েই মাসের পর মাস রহস্য ঘনীভূত হবে, একটা টানটান উত্তেজনামুখর পরিস্থিতি তৈরি হবে, সেটা পছন্দ করেন। এইভাবেই এগিয়ে যায় ধারাবাহিকের গল্প। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী নিয়ে সম্প্রতি ট্রোলিং শুরু হয়েছে।

আরও পড়ুন : অল্প শিক্ষিত নির্বোধ গৃহবধূ সংসারে ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে তার বাস্তব উদাহরণ জল থৈথৈ ভালোবাসা! তোতা আসমান সম্পর্ক দেখে বলছেন দর্শক

আসলে এই ধারাবাহিকে শুরু থেকেই দেখানো হয় যে, সয়ম্ভূ তার পিতৃপরিচয় পাই নি আর নিজের বেস্ট ফ্রেন্ড কে এই পিতৃ পরিচয় পাইয়ে দিতেই মুখার্জী বাড়িতে মিথ্যে বউ হয়ে ঢুকে জগদ্ধাত্রী, এরপর মিথ্যে বউ থেকে সে সত্যিকারের বউ হয়ে যায় এমনকি জগদ্ধাত্রীর মৃত্যুর ট্র্যাক চলে আসে, কিন্তু না স্বয়ংভূর পিতৃ পরিচয় পাওয়া হয়, আর না জগদ্ধাত্রীর মৃত্যুর রহস্য খোলসা হয়, এই নিয়ে দীর্ঘ ডামাডোল চলতে থাকলে বিরক্ত হন দর্শক‌ও।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে,“এই জন্যই আমার ব্লুজ এর সিরিয়াল দেখতে মন চায় না
শুরু থেকে সেই একই কাহিনি স্বয়ম্ভুর পিতৃপরিচয় ” সেটা এখন পেলো না
এখন আবার জগদ্ধাত্রীর মৃত্যুর রহস্য
কবে যে এসবের সমাধান হবে কে জানে ”

Related Articles