বাংলা সিরিয়াল

যে মায়ের বিশ্রাম দরকার তাকে তার ছেলেরা এসি রুমে ঘুমানোর খোঁটা দিচ্ছে! হায়রে অদৃষ্ট! জল থৈ থৈ দেখে কাঁদছেন দর্শক!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হলো জল থৈথৈ ভালোবাসা। এই ধারাবাহিক দেখে বর্তমানে খুবই কষ্ট পাচ্ছেন দর্শক। কারণ এই ধারাবাহিকটিকে প্রচন্ড বাস্তবিক করে তোলা হয়েছে কতগুলি ডায়লগ এর মাধ্যমে।

মেয়েরা সারা জীবন যতই তার সংসারের পেছনে দিক না কেন, দিন শেষে তার নিজের কোন পরিচয় না থাকলে বা তার মাথা গোজার কোন ঠাঁই না থাকলে তাকে যে সকলে মিলে অসম্মান করে তার জলজ্যান্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে কোজাগরী। শুধুমাত্র আসমান এবং তোতার বিয়েটা মেনে নেওয়ার জন্য চূড়ান্ত পরিমাণে কোজাগরীকে অসম্মান করছে তার দুই ছেলে এবং শাশুড়ি।

কোজাগরীর সাথে তার স্বামীর মতে অমিল থাকলেও তার স্ত্রীর কোনো রকম অসম্মান করে নি, কোজাগরী মনে করে এই জায়গাটা সে জিতে গেছে। ভবিষ্যতে এই সম্পর্ক না থাকলেও সম্মানটা থাকবে, কিন্তু তার যে সন্তানদের সে বড় করেছে তারা যে এইভাবে খাওয়া পড়া এবং বাড়িতে থাকা নিয়ে খোঁটা দেবে তা কখনো হয়তো ভাবতে পারে নি কোজাগরী। এই সমস্ত বিষয়টার একমাত্র প্রতিবাদ করেছে কোকো।

আরও পড়ুন : রাজ – তিতির এর মিল এর পর আরও একটি মেইন ট্র্যাক সম্পূর্ণ হলো!মা ছেলের মধ্যে অভিমান এর সব পাহাড় ভেঙে গেলো!

সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন যে,“যেই সময় মায়ের একটু বিশ্রাম,একটু সাহচর্যে র দরকার,তখন ছেলে রা মা কে বাড়িতে থাকার,এ সি রুমে ঘুমানোর খোঁটা দিচ্ছে হায় রে অদৃষ্ট
তাহলে এতো বছর ধরে এতো পরিশ্রম করে বড়ো করে তোলা,কতো বিপদ থেকে রক্ষা করা,প্রথম মায়ের হাত ধরে হাঁটটে

শেখা,প্রথম মা বলে ডাকা,ভয় পেলে মায়ের কোলে তুলে নেওয়া,শিশু অবস্থা য় কোলে করে খাওয়ানো,ব্যাথা পেলে স্নেহ ভালোবাসায় মেডিসিন লাগিয়ে দেওয়া,আরো কোতোই না কিছু, কি কি ব্যাপারের জন্য মা খোঁটা দিতে পারে
আজ কোজাগরী র কথা গুলো সত্যি ই খুব দামি যা সে ঠেকে শিখেছে,তাই কোকো কে সজাগ করে দিতে বাধ্য হলো যে, সবার আগে মেয়েদের দরকার একটা চাকরির,তারপর মাথার উপর ছাঁদ।পায়ের তলার মাটি শক্ত নাহলে সেই মেয়ে র জীবন টা ই বৃথা।কেউ তাকে সন্মান করে না। আদর,যত্ন,সেবা এইগুলোর কোনো দাম নেই।রোজগেরে মেয়ে র কদরই আলাদা।সাথে মাথার উপর ছাঁদ

আরও পড়ুন : একদিকে দর্শনা দেবী একদিকে কোজাগরী কি ভয়ঙ্কর বৈপরীত্য! জল থৈ থৈ দেখে বলছেন দর্শক!

আজ তোতা ভাত কাপড় অনুষ্ঠানে আসমানের হাতে ভাত কাপড়ের থালা রেখে ongikar করলো যে ওই বাড়ির ভাত কাপড়ের দায়িত্ব তোতার।ওই পরিবারের সব বিপদে তোতা সবার পাশে থাকবে

আজ কোজাগরী সত্যি ই উদ্দালক বাবু কে কোজাগরী র দায়িত্ব থেকে অব্যাহতি দিতে চায়।সে তাঁর হোটেলই খাবে।যতোদিন একটা আস্তানা জোগাড় করতে পারছে সেই কটাদিন ই সে এই বসু পরিবারে থাকতে চায়”

Related Articles